বেঁচে আছি বড্ড ভালোবাসাহীন …………… নিতাই কুমার ভট্টাচার্য
‘বেঁচে আছি বড্ড ভালোবাসাহীন। ‘ – বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সদ্য সাবেক জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বললেন।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আলোচিত এই মুখ আরো বললেন, ‘জীবনে ভালোবাসা নেই বললেই চলে। তবুও তো বাঁচতে হয়। মানুষ বাঁচে ভালোবাসার জন্য । ভালবাসার স্বপ্ন নিয়েই বেঁচে থাকে।’
কেন ভালোবাসা নেই? কেন এই অপ্রাপ্তি ? একী তবে অযোগ্যতা ?- এই প্রশ্নে তিনি জানালেন, অযোগ্যতা কী না জানি না, তবে স্বপ্ন নিয়েই বেঁচে আছি ।
ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালনের আঙ্গিক বা লক্ষ্য প্রসঙ্গে বলতে চেয়ে তিনি
বলেন, ভালোবাসার স্বপ্ন হোক সার্বজনীন। ব্যক্তির জন্য অতল প্রেম কিংবা সম্পর্কের গভীরতাতেই জীবনের পূর্ণতা নয়, সামগ্রিক জীবনাচরণে অন্যকে রাঙানোর নামই বসন্ত । এরই নাম ভালোবাসা। এমন মহৎ ইচ্ছেই হোক বৈশ্বিক এই ভালোবাসা দিবসের লক্ষ্য।
সাক্ষাৎকার গ্রহণ : ইয়াসিন জয়নাল শামস
পরিচিতি
নিতাই কুমার ভট্টাচার্য টেলিভিশন ও বেতারের সফল মুখ । সংগঠক হিসেবেও সফল। আমুল বদলে দিয়েছেন তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে । পেশাজীবীদের পরম সুহৃদ তিনি। সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নিতাই কুমার ভট্টাচার্য কাজ করছেন দেশ ও মানুষের জন্য।
14.02.2022
newsbankbangla.com
নিউজ ব্যাংক বাংলা ডট কম
উপদেষ্টা সম্পাদক : রিয়াজ হায়দার চৌধুরী
ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন সংশ্লিষ্ট কিছু গল্প, কবিতা, নিবন্ধ ও সাক্ষাৎকার নীচে সংযুক্ত। ভালো লাগলে লিংক চেপে পড়ুন প্লিজ !
ভ্যালেন্টাইনের ছড়া : দিনগুলো তোর মনে পড়ে # আ.ফ.ম.মোদাচ্ছের আলী
গোলাপের ঘ্রাণ, কন্যার মায়া ও শিশুকে ফেলে যাওয়া মায়ের ভালোবাসা দিন : রাজীব রাহুল
পলাশের কথা # চয়েঁফ্রু newsbankbangla.com/…/পলাশের-কথা-চয়েঁফ্রু-চয়া