লিখুন অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ প্রকাশনায়
নিউজ ব্যাংক বাংলা ডট কম ;
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে লিখুন ত্রিমাত্রিক নিউজ পোর্টাল নিউজ ব্যাংক বাংলা ডট কমে।
একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে নিবন্ধ, কবিতা, ছড়া গল্প কিংবা একুশের চেতনা ও বর্তমান রাজনীতি নিয়ে নিজের অভিব্যক্তি লিখুন। পাঠাতে পারেন সংশ্লিষ্ট গান ও চিত্রকর্ম।
লেখা কিংবা চিত্রকর্মে র সাথে লেখক বা শিল্পীর দুই কপি ছবিও পাঠান নিউজ ব্যাংক বাংলা ডট কমের NEWS BANK BANGLA . Com এর 01860694240 নম্বর হোয়াটসঅ্যাপে।
লেখা পাঠান , প্রকাশ করবো আমরা। ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে উপরোক্ত বিষয়ে লেখা পাঠাতে পারেন।
এছাড়া অন্য যে কোন বিষয়েও যে কোন সময় একই হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে পারেন। প্রতিমাসেই লেখকের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
19.02.2022