মহান নবী দিবস উদযাপন পরিষদের সভা আগামীকাল

Must Read

August 10, 2023  NBB/EP/02/M


এস.এম.এস. আলম, নিউজ ব্যাংক বাংলা:


ইয়াউমুন নবী (দ.) আগামী ২৯ আগস্ট। দিবসটি নবী মোহাম্মদ (দ.)’র সৌর বার্ষিক আবির্ভাব দিবস হিসাবে পালিত হয়, যা চান্দ্র বার্ষিক দিবস ১২ই রবিউল আউয়াল বা মিলাদুন্নবী (দ.)’র প্রতিরুপ।

ইয়াউমুন নবী বাংলাদেশে মহান নবী দিবস নামে পালিত হয়ে আসছে মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.)’র পৃথিবীতে শুভাগমনের সৌরবার্ষিক দিন ২৯ আগস্ট ৫৭০ ইং স্মরণে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের পীর ছাহেব আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ সূচিত এ দিবসটি নানাবিধ কর্মসূচির মধ্যদিয়ে পালিত পালন করে “মহান নবী দিবস উদযাপন পরিষদ”।

আগামীকাল ১১ আগস্ট শুক্রবার বা’দ আসর নগরীর মিয়া খান রোডস্থ খাজা ভিলায় এ মহান নবী দিবস উদযাপন পরিষদের সভা আহ্বান করা হয়েছে। পরিষদের মহাসচিব শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু স্বাক্ষরিত এক বিবৃতিতে সকল সদস্যদের উক্ত সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যান্য বছরের ন্যায় এ বছরও দিবসটি উদযাপন উপলক্ষে মহান নবী দিবস উদযাপন পরিষদ’২৩ গঠন করা হয়েছে।

মহান নবী দিবস ও মহাত্মা সম্মেলনের সফল উদ্যোক্তা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) গত ২২ জুলাই, ২০২৩ চট্টগ্রাম দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় উক্ত পরিষদ ঘোষণা করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.)’র শুভাগমনের দিন ২৯ আগস্ট ৫৭০ ইং স্মরণে “ইয়াউমুন নবী” আয়োজনের লক্ষ্যে “মহান নবী দিবস উদযাপন পরিষদ ২০২৩ইং” গঠন করা হয়েছে।

মহান নবী দিবস ও মহাত্মা সম্মেলনের সফল উদ্যোক্তা এবং আয়োজক, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা, রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) গত ২২ জুলাই এক সভায় উক্ত পরিষদ ঘোষণা করেন।


মহান নবী দিব ‘২৩ উদযাপন পরিষদ-এর দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন:


চেয়ারম্যান- ডাক্তার ছুফি ছৈয়দ আরেফ হোছাইন

কো-চেয়ারম্যান- শাহজাদা ছৈয়দ বশির আহম্মদ মনি (সূফি মনি)

মহাসচিব- শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু

যুগ্ম মহাসচিব- শাহজাদা ছৈয়দ মোছাদ্দেকুন নবী মওলা

সমন্বয়ক- মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত

প্রকাশনা সম্পাদক- আলহাজ্ব শাহজাদা ছৈয়দ সুলতানুল আলম খোকন

আন্তর্জাতিক সম্পাদক- শাহজাদা ছৈয়দ মোঃ ছরোয়ার আলম শাহ মিডু

আপ্যায়ন সম্পাদক- আলহাজ্ব মোহাম্মদ নুরুল আবছার

ধর্ম সম্পাদক- মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম

অর্থ সম্পাদক- মোহাম্মদ নাজিম উদ্দিন

ডক্যুমেন্টেশন সম্পাদক- শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন ত্বীন

গণমাধ্যম সম্পাদক- মাওলানা মোহাম্মদ রশিদুল হাসান শাহেদ

প্রচার সম্পাদক- এডভোকেট মোহাম্মদ ইব্রাহীম বিপু

আইন-শৃঙ্খলা সম্পাদক- ছৈয়দ আ.হ.ম. মোসলেহ উদ্দিন সুজন

সাজসজ্জা সম্পাদক- শাফায়েত হোসাইন চৌধুরী

সূত্র: SVNA


- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img