অনন্ত যাত্রায় সম্পাদক নঈম নিজামের মা, দেশজুড়ে শোক

Must Read

 

নিউজ ব্যাংক বাংলা :

 সম্পাদক পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া গ্রামের নিজ বাড়িতে বুধবার (৭ জানুয়ারি) রাতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

মরহুমা ফাতেমা সাংবাদিক নঈম নিজামের গর্ভধারিণী মা এবং জাতীয় প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিন এর শাশুড়ি। তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নঈম নিজাম প্রয়াত ফাতেমা বেগমের ছেলেদের মধ্যে সবার ছোট।

ফাতেমা বেগমের মৃত্যুতে মিডিয়া পাড়া সহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে আসে। 

দাফন :

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর নিজ গ্রামের মক্তব মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন হয়।

 পারিবারিক সূত্র জানায়,  জানাজার আগে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াসির আরাফাত, বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাস, শহীদুল আলম ভুট্টো, এনাম ভূঁইয়াসহ অনেকে। ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও টেলিফোনে শোক ও সমবেদনা জানান কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া।

শোকবার্তা :

প্রখ্যাত সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগমের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাবেক সম্পাদক এবং  সম্পাদক পরিষদের প্রাক্তন  সাধারণ সম্পাদক, স্যাটেলাইট টেলিভিশন NEWS 24 এর সাবেক সিইও  শ্রদ্ধেয় নঈম নিজাম ভাই এর মমতাময়ী “মা” এবং জাতীয় প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিনের শ্বাশুড়ি ফাতেমা বেগমের ইন্তেকালে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করছি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ খালাম্মার রুহের মাগফেরাত দান করুন। আমিন।’

https://www.facebook.com/reazhyderchy/videos/856957357170370

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক নঈম নিজামের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কৃতজ্ঞতা :

২৪ পরবর্তী পরিস্থিতিতে দেশের বাইরে থাকা বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নইম নিজাম সামাজিক মাধ্যমে তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা সহমর্মিতা জানানোর কারনে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

৪২এ ত্রিতরঙ্গের নবযাত্রা

নিউজ ব্যাংক বাংলা , চট্টগ্রাম : চার দশক পেরুনো নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের এক অনন্য মেলবন্ধন হল দ্বি-বার্ষিক সাধারন সভা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img