আইনজীবী সাংস্কৃতিক পরিষদ, চট্টগ্রাম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

Must Read

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম ডেস্ক

আইনজীবী সাংস্কৃতিক পরিষদ, চট্টগ্রাম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি আলোচনা অনুষ্ঠান মনোমুগ্ধভাবে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা দায়রা জজ . আজিজ আহমদ ভূঞা। বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ . বেগম জেবুন নেছা এছাড়াও অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রশীদ (মিন্টু), জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেখ ইফতেখার সাইমুল, মহানগর পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুর রশীদ । সভপতিত্ব করেনএডভোকেট বিশ্বজিৎ দাশ।

 সম্মাননা  গ্রহণ করেন শিল্পী এডভোকেট মনজুরুল আজম চৌধুরী, এডভোকেট লায়লা নূর, এডভোকেট খোরশেদ আলম বেলাল, এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য  পরিবেশন করেন এডভোকেট স্মিতা সিকদার (মিষ্টি), এডভোকেট আয়শা সিদ্দিকী , এডভোকেট ফৌজিয়া আফরোজ৷ সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে এডভোকেট সজিব কর্মকার তিলক সহ অন্য শিল্পীবৃন্দ।

নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-

জামায়াত..শিবিরের রাজনীতিআওয়ামীলীগ  নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )

https://www.youtube.com/watch?v=aa6ETY7006E&t=132s

এছাড়াও ছিলেন এডভোকেট রাজেশ বড়ুয়া, এডভোকেট আবু নাসের চৌধুরী, এডভোকেট মোঃ নজরল, এডভোকেট প্রাপ্তি মিত্র, এডভোকেট জারীন তাসনিম, এডভোকেট মাহতাব উদ্দিন, সিদ্ধার্থ শংকর রক্ষিত, এডভোকেট আবদুল মান্নান চৌধুরী, এডভোকেট সুমী বিশ্বাস, এডভোকেট সানজিদা গফুর, এডভোকেট ফৌজিয়া আফরোজ রনী, এডভোকেট টি. আর. খান., এডভোকেট অরুন কুমার দত্ত, এডভোকেট বিক্রম মিত্র, এডভোকেট খোরশেদ আলম বেলাল৷ 

অনুষ্টান সঞ্চালনায় ছিলেনএডভোকেট আবৃত্তিকার মিলি চৌধুরী এডভোকেট এরশাদ হোসেন।   

যন্ত্রসঙ্গীতে ছিলেন তাজুল ইসলাম, অলক দাস এডভোকেট আকাশ এডভোকেট তিলক এডভোকেট রাজেশ।                     

আলোচনা অনুষ্ঠানে বক্তরা আইনজীবীদের অবসর সময়ে সঙ্গীত, আবৃত্তি সাহিত্য চর্চার মাধ্যমে আলোকিত হওয়া, জীবনেরে মূল্যবান সময়টুকুকে আনন্দের পরশ দিতে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান।

চট্টগ্রাম আইনজীবী সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের পরিবেশিত গানে মনমুগ্ধ হয়েছেন হল ভর্তি দর্শকশ্রোতা। 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img