ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে তান্ডব : ভারতীয় দূতাবাস প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট টার্গেটে

Must Read

নিউজ ব্যাংক বাংলা :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর রাতভর তাণ্ডব হয়েছে বাংলাদেশ জুড়ে। উদ্বেগ দেখা দিয়েছে দেশবাসীর। সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কোথাও কোথাও ‘ছাত্র-জনতা’, কোথাও কোথাও ‘তৌহিদী জনতা’র নাম দিয়ে হামলা ভাঙচুর হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ ও লুটপা ঘটানো হয়েছে।
অনেকের মনে প্রশ্ন উঠেছে, কোথায় চলেছে দেশ?

ওসমান হাদির মৃত্যুর পর পর রাতেই হামলা করা হলো দুটি জাতীয় প্রথম আলো ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে। সেখানে আগুন দিয়ে সাংবাদিকদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। লুটপাট হয় দপ্তর দপ্তরে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে সম্পাদক পরিষদ সভাপতি নুরুল কবির আক্রান্ত হন।
গণমাধ্যমকে কেন্দ্র করে এসব ঘটনা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের রাজনীতিবিদ,বিগত সরকারের মন্ত্রী-এমপি মেয়রদের বাড়িতে হামলা, প্রকাশ্যে হামলার পর পুড়িয়ে মারা, সাংবাদিক হত্যাকাণ্ড, রাজশাহীতে বুলডোজার দিয়ে আওয়ামীলীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাযানট ভবনে ভাঙচুর-আগুন লুটতরাজের ঘটনা ঘটেছে।

সামগ্রিক পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ জানিয়েছেন।

বাংলাদেশের সাংবাদিক সমাজের অন্যতম নেতা, বিএফইউজে – বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সামাজিক মাধ্যমে ঘটনার সংক্ষিপ্ত সুনিপুন বর্ণনা দিয়েছেন।
তাঁর মতে, নজিরবিহীনভাবে হামলাকারীরা হামলে পড়লো প্রথম আলো-ডেইলি স্টার এর উপর। রাতভর তাণ্ডব চালানো হলো ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। ময়মনসিংহের ভালুকায় মানুষ মেরে ঝুলিয়ে রেখে পুড়িয়ে দেওয়া হল। খুলনার ডুমুরিয়ায় সাংবাদিককে হত্যা করা হলো। ভারতীয় দূতাবাস টার্গেট করা হয়েচে। ঢাকায় ছায়ানট তছনছ করে লুটপাট হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন ঘিরেও রাতভর ছিল নজিরবিহীন উত্তাপ। বিদ্বেষের পরিকল্পিত আগুনে বান্দরবানের জনপ্রিয় নেতা, সাবেক মন্ত্রী উশে সিং বীর বাহাদুরের বাড়ি পুড়িয়ে দেয়া হলো। চট্টগ্রামে মরহুম জননেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শুধু বাসভবন নয়, কবরও হয়েছে টার্গেট। ‘
এসব বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিযে এই সাংবাদিক নেতা লিখেছেন,

“কোথাও কোথাও বর্বর ঘটনাগুলোর সহায়ক হয়ে উঠেছেন দায়িত্বশীলদের পক্ষ। পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম প্রকাশ্যে মব অ্যাটাককারীদের পক্ষেই বক্তব্য রেখেছেন !
ওসমান হাদী হত্যাকারীদের গ্রেপ্তারে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া দায়িত্বশীলরা যখন রাজনৈতিক আক্রোশ নিয়ে কথা বলেন কিংবা নতুন প্রজন্মকে আরো উস্কে দেন তখন বুঝতে হয় যে, আড়ালে শত্রু হাসছে। দেশের শত্রু। দশের শত্রু।
ঘটনা পরম্পরা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। কারো মতে, এইসব নির্বাচন বানচালের; কারো মতে, ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। কারো মতে, বিগত সরকারে থাকা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া। আড়ালে যাই থাকুক না কেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য কোন পক্ষকে ঘিরে ‘ষড়যন্ত্র তত্ব’ রাজনীতি সচেতন দেশপ্রেমী মানুষ এখন আর বিশ্বাস করে না। যে কারনেই এই মৃত্যু, হত্যা আগুন লুটতরাজ হোক না কেন দেশের মানুষ এসব প্রতিহত করতে কঠোর পদক্ষেপ চান।
এমন বাংলাদেশ কেউ চাননি। আশা করি, দায়িত্বশীলরা এসব রোধে সর্বোচ্চ সচেষ্ট হবেন। নতুবা দয়া করে জনপ্রত্যাশা পুরনো ব্যর্থতা স্বীকার করে দায়িত্ব ছেড়ে দিন। জনগণের কাছে আত্মসমর্পণ করুন। “

সাংবাদিক কলামিস্ট রিয়াজ হায়দার চৌধুরী প্রশ্ন রেখেচেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে চলা একের পর এক অঘটনে তীব্র উদ্বেগে থাকা দেশবাসীর জিজ্ঞাসা, কোথায় চলেছে দেশ?

এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নাজমা কাউসার বাংলাদেশের রাতভরের অঘটন বর্ণনা করেছেন। প্রবাসে থাকা এই আইনজীবী বিভিন্ন সোর্সে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, ‘ভয়াবহ জঙ্গি আক্রমণের মুখে বাংলাদেশ।’

— গেল রাতভরের তান্ডব নিয়ে অনুপ্রমান্য সংযুক্ত –


সবাইকে দেশের সবাইকে সাবধানে থাকার তাগাদা দিয়ে অ্যাডভোকেট নাজমা কাওসার রাতভর যে ঘটনা ঘটলো ঘটেছে তা তুলে ধরেছেন ঠিক এইভাবে –

☞ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা,
☞প্রথম আলোতে আগুন, ডেইলি স্টারে আগুন
☞চট্টগ্রামের খুলশিতে ভারতীয় হাই কমিশনে হামলা
☞ভারতীয় সহকারি হাই কমিশনারের বাসভবনে হামলা।
☞ভালুকায় সনাতনী যুবককে অকারণে পিটিয়ে হ/ত্যা
☞শাহবাগে শিবি/রের সমাবেশ
☞খুলনায় সাংবাদিক গু/লি করে হ/ত্যা
☞প্রায় কিছুই অবশিষ্ট না থাকা ৩২ নম্বরে আবার হামলা
☞সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি( সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন চশমা হিল) তে আগুন।
☞বান্দরবানে সাবেক এমপি বীর বাহাদুরের বান্দরবানের বাড়িতে আগুন।
☞ঢাকা উত্তরায় সাবেক এমপি হাবিবুল হাসানের বাড়িতে আগুন।☞ছায়ানট সংস্কৃতিক ভবনে আগুন।
☞ সম্পাদক নুরুল কবিরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে জঙ্গিরা।

ফেসবুক লিংক –

https://www.facebook.com/share/v/1AjjvJWp3J/

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

সাংবাদিকদের ঐক্যের তাগিদ চট্টগ্রাম সিটি মেয়রের, টিসিজেএ’র ১৮বর্ষে পা

শহরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব শীল সহ অনেকেই উপস্থিত হন টিসিজেএ'র অনুষ্ঠানে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img