প্রথম আলো, ডেইলি স্টার ও সম্পাদক পরিষদ সভাপতির উপর হামলা : নিন্দায় সিইউজে

Must Read

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা, সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শুক্রবার (19 ডিসেম্বর) এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এই উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একজন জ্যেষ্ঠ সম্পাদককে প্রকাশ্যে হেনস্তার ঘটনা অত্যন্ত দুঃখজনক,  নিন্দনীয় ও দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখানোর শামিল । একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, অবরুদ্ধ করে রাখা, পুড়িয়ে মারার চেষ্টা,  হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার তথা দেশের নিরাপত্তার জন্য অশনিসংকেত।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদকর্মীদের নিরাপদে কাজ করার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।

একই সঙ্গে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা ও হয়রানি বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

সাংবাদিকদের ঐক্যের তাগিদ চট্টগ্রাম সিটি মেয়রের, টিসিজেএ’র ১৮বর্ষে পা

শহরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব শীল সহ অনেকেই উপস্থিত হন টিসিজেএ'র অনুষ্ঠানে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img