ঘুম ভেঙেই সুন্দর পরিবেশ দেখে ভোটাররা কেন্দ্রে যাবেন : ডিসি

Must Read

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম অফিস:

‘ঘুম ভেঙেই মানুষ দেখবে– ভোটের পরিবেশ সুন্দর। তখন মানুষ ভোট কেন্দ্রে আসবে।’
এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ভোটের আগে সহিংসতার ঘটনায় ভোটার উপস্থিতি কম হতে পারে -এমন শঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন ।‌

চট্টগ্রামের ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি । সোমবার নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন এই জেলা প্রশাসক।‌
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও সন্দ্বীপের জন্য নৌবাহিনী মোতায়েন করার কথা উল্লেখ করূ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, ‘দূরবর্তী এবং রিমোট এলাকার কেন্দ্রগুলোর জন্য বেশি করে ফোর্স ডেপ্লয় করা হবে। ৭৯ জন এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন সামারি ট্রায়াল সম্পন্ন করবেন। ৭ জানুয়ারির নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন।’

সহিংসতার বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কিছু না কিছু উত্তেজনা থাকে। সন্দ্বীপ ও মীরসরাইয়ে কিছু ঘটনা ঘটেছে এবং পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়ায় ঘটেছে। দোষীদের আমরা গ্রেপ্তার করেছি।’ ফখরুজ্জামান বলেন, ‘যদি নির্বাচন পর্যন্ত এ ধরনের ঘটনা চলমান থাকে, তাহলে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোনো ভাবেই কেউ নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না এবং সে ধরনের কিছু করতে দেওয়া হবে না।’#

মঙ্গলবার , ২ জানুয়ারি, ২০২৪

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img