নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম অফিস: নির্বাচন নিয়ে ডামাঢোল এর মধ্যেই সুখবরটি এলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ফুলকপি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে যখন ব্যস্ত তিনি ,তখনই স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন চট্টগ্রামের আলোচিত এই সংসদ সদস্য প্রার্থী। মনজুর আলমের এমনিতেই ভাগ্য বেশ সুপ্রসন্ন । নির্বাচনী রণে তাঁর পরাজয়ের ইতিহাস নেই বললেই চলে ।
বিএনপি’র অসহযোগিতার মুখে কেবল একবারই পরাজিত হন তিনি । ২০১৫ এর চসিক নির্বাচনে পরাজয়ের পর অবশ্য রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না।পারিবারিক পরম্পরায় সামাজিক কাজেই ছিলেন ব্যস্ত। এর আগে চসিকের প্রায় ১৭ বার ভারপ্রাপ্ত মেয়র ও ১বার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন । এবার যেতে চান সংসদে ।আর এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যস্ততার মাঝেই তিনি হলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
স্ট্যন্ডার্ড ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের ৩৮৬তম সভা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দেশের একজন প্রথিতযশা শিল্পপতি মনজুর প্রায় চল্লিশ বছর ধরে সফলতার সাথে নানামুখী ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশনের অধীনে ১০৩টি সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে।
তিনি এইচ. এম. স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান, মেসার্স মনজুর আলমের স্বত্বাধিকারী এবং গোল্ডেন ইস্পাত লিমিটেড, তাহের অ্যান্ড কোং লিমিটেড, গোল্ডেন ব্রিক ওয়ার্কস লিমিটেড, গোল্ডেন স্টিল অ্যালয় ওয়ার্কস লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড, গোল্ডেন অক্সিজেন লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড ও মিউচুয়াল জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম চেম্বারের সদস্য। সমাজসেবী, জনহিতৈষী মনজুর আলম অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত।
সম্পাদনা: রিয়াজ হায়দার চৌধুরী