মৃতের শরীরে প্রাণ ফিরে এলো : ১১৭ কর্মকর্তার পদোন্নতি

Must Read

নিউজ ব্যাংক বাংলা:
১১তম ব্যাচ থেকে ২৮ ব্যাচ পর্যন্ত বঞ্চিত ১১৭ জন সিনিয়র সহকারী সচিবকে ভূতাপেক্ষভাবে উপসচিব হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্র মতে,
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তারা জ্যেষ্ঠতাসহ এ পদোন্নতি পেয়েছেন। অর্থাৎ যিনি যে ব্যাচের কর্মকর্তা তিনি সেই ব্যাচের প্রথমবার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পদোন্নতি পেয়েছেন বলে গণ্য হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এর গেল মধ্য আগস্টে পদোন্নতির প্রজ্ঞাপন জারির পর এই কর্মকর্তাদের যেন ‘মৃত মানুষের শরীরে প্রাণ ফিরে পাওয়া’র অবস্থা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের সুত্র জানায়,
জারি করা আদেশে, বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের পাঁচজন, ১৩তম ব্যাচের আটজন, ১৫তম ব্যাচের আটজন, ১৭তম ব্যাচের চারজন, ১৮তম ব্যাচের দুজন, ২৪তম ব্যাচের ১৫ জন, ২৫তম ব্যাচের ও ২৭তম ব্যাচের ১৩ জন বঞ্চিত কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন । ১১তম ব্যাচের কর্মকর্তারা ১৫ বছর পর ১৪ বার বঞ্চিত হয়ে পদোন্নতি হয়েছেন।

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনিও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘অবশেষে তিনবার বঞ্চিত হয়ে এবার পদোন্নতি পেলাম।’

তিনি প্রশাসনের অভ্যন্তরে সংঘটিত অনিয়ম নিয়ে নিয়মিত লেখার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

১৪ বার বঞ্চিত হয়ে পদোন্নতি হয়েছেন,এমন একজন কান্নাবিজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, :মৃত মানুষ জীবন ফিরিয়ে পেলে যে অনুভূতি তাই অনুভূত হচ্ছে। আমাদের জীবন্ত মাটি দেওয়া হয়েছিল। ‘

মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষপ্রান্তে এসে দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন।

২৪তম ব্যাচের মাহবুবুল আলম বলেন, পাঁচবার বঞ্চিত হওয়ার পর উপসচিব হিসাবে পদোন্নতি পেলাম। মহান আল্লাহর দয়ায় জীবন ফিরে পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ দিচ্ছি বর্তমান সরকারকে।
১৩তম ব্যাচের মাহবুবুর রহমানও মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন , বাকি জীবন দেশের জন্য কাজ করতে চাই।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ড. খ ম কবিরুল ইসলাম (৫৬৯০), মো. কামাল উদ্দীন (৫৬৯৭), মো. নজরুল ইসলাম (৫৭৫৬), মো. ইমাম উদ্দীন কবীর (৫৭৬৫), মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৫৮০৭), সেকেন্দার হায়াত রিজভী (৫৮৯৫), মুহাম্মদ রফিকুল ইসলাম (৫৯৪০), মোহাম্মদ মাহবুবুর রহমান (৫৯৫৩), মো. আকবর আলী (৫৯৬৭) খন্দকার মো. মাহাবুবুর রহমান (৬০১১), মো. আবু বকর ছিদ্দিক (৬০২৪), মো. মিজানুর রহমান (৬০৬৩), শেখ মতিয়ার রহমান (৬২৬৭), মো. বাবুল মিঞা (৬২৬৮), মোহাম্মদ রেজাউল করিম (৬২৮৭), মো. রকিবুল হাসান (৬২৯১), মো. ইউনুছ আলী (৬৩২০), এ কে এম তারিকুল আলম (৬৩২৭), মো. সলিম উল্লাহ (৬৩২৯), মো. আবদুর রহমান তরফদার (৬৩৬৬), বেগম কানিজ মওলা (৬৩৭২), মো. ফিরোজ সরকার (৬৪১২), মো. সাইদুর রহমান খান (৬৪১৫), কে এম আলী নেওয়াজ (৬৪২২), মো. ফখরুল ইসলাম (৬৪২৬), মো. ফজলুর রহমান (৬৪৯৭), শরফ উদ্দিন আহমেদ চৌধুরী (৬৫৭১), মো. নুরুজ্জামান (৬৬৫৪), ড. জিয়াউদ্দিন আহমেদ (৬৬৮৫), খোন্দকার মো. নাজমুল হুদা শামিম (৬৭০৬), মো. মোস্তফা জামান (৬৭১৩), ড. মো. লুৎফর রহমান (৬৭৪১), কে. এম আলী আযম (৬৮০২), মোহাম্মদ ফারুক আহমদ (৬৮৩৭), খয়বর রহমান (৬৯২৪), মো. গোলাম মোছাদ্দেক (২০৩৭৯), আব্দুল্লাহ হাক্কানী (১৫০১১), মো. আব্দুস সোবহান (১৫০৭৯), ড. মোহাম্মদ আরিফুর রহমান সেখ (২০৪০৪), মোহা. আব্দুর রউফ তালুকদার (১৫১৮০), মোহাম্মদ মামুন-উল-হাসান (১৫২৩১), এ এইচ এম আসিফ বিন ইকবাল (১৫২৯৭), এ. টি. এম. আবদুল্লাহেল বাকী (১৫৩০৬), মু. বিল্লাল হোসেন খান (১৫৩১১), এস এম সোহরাব হোসেন (১৫৩৫৪), মো. সাজেদুর রহমান (১৫৪৮০), মোহাম্মদ সাইফুর রহমান (২০৪১১), মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল (১৫৫০৫), মো. তরিকুল ইসলাম (১৫৫২০), মোহাম্মদ হাবিব উল্লাহ (১৫৬০৭), নুরজাহান খানম (১৫৬১৫), রেবেকা খান (১৫৬২৬), মো. মুনিরুজ্জামান (১৫৬৩৭), মো. জসিম উদ্দীন (১৫৬৪৫), হোসনা আফরোজা (১৫৬৯০), মো. মাহবুব আলম (১৫৬৯২), টিটন খীসা (১৫৭৬২), রাসেল মনজুর (১৫৭৬৫), মোহাম্মদ অতুল মণ্ডল (১৫৭৭১), সাইফুল ইসলাম (১৫৮০৬), বাদল চন্দ্র হালদার (১৫৮৪২), মো. মুমিতুর রহমান (২০৪২৮), মো. নূরুল করিম ভূঁইয়া (১৫৮৫৬), মো. আজাহারুল ইসলাম (১৫৯১৩), মো. হাসান হাবিব (১৫৯২৪), মোহাম্মদ নূর হোসেন (১৫৯২৯), কামাল মোহাম্মদ রাশেদ (১৫৯৪১), বেগম মিনারা নাজমীন (১৫৯৪২), এ.বি.এম. এহছানুল মামুন (১৫৯৫৫), ফরিদা খানম (১৫৯৭০), মোস্তাফিজুর রহমান (১৫৯৮১), মো. সগীর হোসেন (১৫৯৮৪), তারেক মোহাম্মদ জাকারিয়া (১৫৯৯৫), মো. জয়নুল আবেদীন (১৫৯৯৮), মো. মাসুদুর রহমান বিশ্বাস (২০৪৪১), মো. আ. কুদ্দুস (১৬০৯৭), লুৎফুন নাহার (১৬১০৮), জেবুন নাহার (১৬১৩৪), মো. তৌফিকুর রহমান (১৬১৪৬), মো. সারওয়ার আলম (১৬১৭৯), বেগম আফরোজা বেগম পারুল (১৬১৯৮), মো. আফাজ উদ্দিন (১৬২০১), ঝুমুর বালা (১৬২৩৯), মো. সেলিম রেজা বিপিএএ (১৬২৫৪), এস,এম, ফরিদ উদ্দিন (১৬২৮৫), বি. এম. মশিউর রহমান (১৬৩২৩), জয়নাল মোল্লা (২০৪৭৮), কোহিনুর আক্তার (২০৪৮০), খন্দকার মুশফিকুর রহমান (১৬৩৪৮), মুহাম্মদ ইব্রাহিম (১৬৩৬৬), মো. রেহানুল হক (১৬৩৯১), জাহাঙ্গীর আলম (১৬৪১২), মো. আব্দুল্লাহ আল মাহমুদ (১৬৪২০), মোহাম্মদ শামীম বেপারী (১৬৪২২), মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া (১৬৪৩১), জামিলা শবনম (১৬৪৪৫), রাহেলা রহমত উল্লাহ (১৬৪৫৯), আবু সাঈদ (১৬৪৯৭), মির্জা মুরাদ হাসান বেগ (১৬৫০৯), সানজিদা ইয়াছমিন (১৬৫৩১), মোহাম্মদ সাইফুল কবির (১৬৫৪৬), মোসাদ্দেক মেহদী ইমাম (১৬৫৫৬), র. হ. ম. আলাওল কবির (১৬৫৫৯), মো. নাজমুল ইসলাম সরকার (১৬৫৭৫), মোছা. শাহনাজ বেগম (১৬৫৯১), কামরুন নাহার (১৬৬১৩), তারিক হাসান (১৬৬৩৪), মো. জাকিউল ইসলাম (১৬৬৩৮), মো. ফিরুজুল ইসলাম (১৬৬৪০), সোহানা নাসরিন (১৬৬৫০), রোজী আক্তার (১৬৬৭০), মুকুল কুমার মৈত্র (১৬৬৭৭), আ ন ম বদরুদ্দোজা (১৬৬৯৩), টি. এম. এ. মমিন (১৬৬৯৬), আসমাউল হুসনা লিজা (১৬৭২৫), পল্লব কুমার হাজরা (২০৫৬৮), মোসা. জেসমীন আরা (২০৫৭২)।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img