ইতিহাস, ঐতিহ্য ও নীতিশিক্ষা মেলা উদযপিত হল চট্টগ্রামে

Must Read

নিউজ ব্যাংক বাংলা ডেক্স:

আমার সন্তান আমার বাংলাদেশ ফাউন্ডেশনের আহ্বায়ক শাহজাদা ছৈয়দ মো: সাইফুল আলম নাইডুর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গতকাল উদযাপিত হল কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে ইতিহাস, ঐতিহ্য ও নীতিশিক্ষা মেলা- “দেখা হয় নাই চক্ষু মেলিয়া”।

১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করে এ আয়োজনের সূচনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী- সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা- ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

এ সময় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিক- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বোধন আবৃত্তি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হালিম দোভাাষকে বরণ করা নেয়া হলে, তিনি শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশের অভূদ্যয়ে বঙ্গবন্ধুর ভূমিকার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন।

এডভোকেট নহিদ মুনতাহার উপস্থাপনায় পূর্বনির্ধারিত কর্মসূচী মোতাবেক বাতিঘর পরিদর্শন, জামালখান মোড়ে দেয়ালে দেয়ালে সুসজ্জিত ঐতিহাসিক ম্যুরাল সমূহ ও অ্যাকুয়ারিয়াম পরিদর্শন কালে শিশু-কিশোরদের সাথে আরও ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী নাজিম উদ্দিন, তছলিম উদ্দিন ও সালাউদ্দিন ত্বীন, ডাক্তার কাজী সাজিয়া আফ্রিন শাওন, বীমা কর্মকর্তা মো: সোলায়মান টিপু, আইটি বিশেষজ্ঞ সরোয়ার মোর্শেদ সূজন, এডভোকেট ইব্রাহিম বিপু, ডাক্তার জিহান রসুল হক, জাহেদুল আলম, সংবাদকর্মী রিশাদ সহ প্রমুখ।

বাংলাদেশ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদস্য জনাব শাহ মিডুর অনুষ্ঠান পরিকল্পনার অংশ হিসাবে শিশুদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা জাগানিয়া সংক্ষিপ্ত স্মারক আলোচনা: “বই ঘর কেন বাতিঘর”- উপস্থাপন করেন প্রধান আতিথি আব্দুল হালিম দোভাষ। পরিদর্শনকালেও তিনি এক একটি ম্যুরালের শিশুতোষ পরিচিতি তুলে ধরতে থাকলে, শিশুরা তাকে নানান প্রশ্নবানে উদ্বেলিত করতে থাকে। এতে এক অনিন্দসুন্দর পরিবেশের অবতারণা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রক্ষিত অ্যাকুয়ারিয়াম পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এক সফল আয়োজনের।

.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img