নিউজ ব্যাংক বাংলা : ‘জুলাই বিপ্লবে’ ছাত্রদের ত্যাগ এবং অবদানকে সম্মান জানাতে বিপ্লবের আহত ছাত্রযোদ্ধা, মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উজ্জীবিত করতে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়েছে আবদুল্লাহ আল নোমান ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে ।

১৯৭১ সালের ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে এই ৭১টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয় মহান স্বাধীনতা দিবসে। চট্টগ্রামের গণ্যমান্য সাংবাদিকবৃন্দের সাথে প্রয়াত প্রথিতযশা রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের স্বরণে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আহত ২২ জন্য ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধী, ১১ জন শিক্ষার্থী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ চার হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান।
চট্টগ্রাম নগরের রেডিসন হোটেল চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ
এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান। এতে ইস্ট ডেলটা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সিকান্দর খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন – সিইউজে‘র সদ্য নির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের (একাংশের) অন্তর্বর্তী কমিটির সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহনাওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিইউজের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল মোহাম্মদ আলী ও তপন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও ম শামসুল ইসলাম, সিইউজে‘র নব নির্বাচিত সহ সভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরোয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, সিনিয়র সাংবাদিক রফিকুল বাহার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মজুমদার নাজিম উদ্দিন, আমাদের সময়ে‘র চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম প্রধান প্রমল কান্তি দে কমল, এনটিভি‘র সিনিয়র রিপোর্টার আরিচ শাহ, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক মোশারফ রাসেল, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম ইনচার্জ মিন্টু চৌধুরী, সারাবাংলা ডট কম এর চট্টগ্রাম প্রধান রমেন দাশগুপ্ত, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পরবর্তী কথামালায় জননেতা আব্দুল্লাহ আল নোমানের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম প্রেসক্লাবের ( একাংশের) অন্তর্বর্তীকালীন সদস্য সচিব জাহিদুল করিম কচি।

আব্দুল্লাহ আল নোমান এর সন্তান সাঈদ আল নোমান শিক্ষার্থীদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শিক্ষা বৃত্তি প্রসঙ্গে জানান, ” এটি আমার একটি প্রতীকী উদ্যোগ, যা অন্যদেরও উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে গ্রহণ করেছি । পরবর্তীতে, যদি আমরা আরও বেশি সমর্থ এবং সক্ষম হই, তবে এই উদ্যোগটি বৃহৎ এবং ব্যাপক আকারে বাস্তবায়ন করতে চাই।
চট্টগ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাওয়ার আশা প্রকাশ করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তাঁর পিতার মতোই ( বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান) চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে চান। তিনি বলেন , ‘জননেতা নোমান চট্টগ্রামকে ভালবাসতেন এবং হৃদয়ে ধারণ করতেন।’
‘আবদুল্লাহ আল নোমানের সন্তান হিসেবে আমিও বাবার মত চট্টগ্রামের উন্নয়ন, রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ‘
সাঈদ আল নোমান তাঁর প্রয়াত পিতা মরহুম আবদুল্লাহ আল নোমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং চট্টগ্রামে অনুষ্ঠিত জানাযায় লাখো মানুষ উপস্থিত হওয়ায় চট্টগ্রামবাসীকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাঈদ আল নোমান বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সাংবাদিক ভাইদের যেকোনও পরামর্শ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
