৪২এ ত্রিতরঙ্গের নবযাত্রা

Must Read

নিউজ ব্যাংক বাংলা , চট্টগ্রাম :

চার দশক পেরুনো নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের এক অনন্য মেলবন্ধন হল দ্বি-বার্ষিক সাধারন সভা ও কেন্দ্রীয় কমিটি নির্বাচনকে ঘিরে। অভিষেকও হল দিনব্যাপী অনুষ্ঠানমালায়। গেল ১০ জানুয়ারি ‘২৬, শনিবার, চট্টগ্রাম প্রেসক্লাব পঞ্চম তলার মিলনায়তনে এই উপলক্ষে প্রাণের সম্মেলন ঘটে যেন।

প্রতিষ্ঠার পর থেকে ৪২ বছরের পথচলা অব্যাহত বিশ্ব বাংলা ভাষাভাষীদের প্রিয় এই সংগঠনের। নতুন করে ত্রিতরঙ্গের  নেতৃত্ব নির্বাচনে এসেছে নতুন মুখ। পূরণের সাথে নতুনের ঘটেছে সংযোগ। আশা করা হচ্ছে, আগামীর পথযাত্রায় চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাবে নতুন গতি।

এবারের নেতৃত্ব নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর চেয়ারম্যান ও  সংগঠক শাওন পান্থ মহাসচিব হয়েছেন।

বক্তব্যকালে ত্রিতরঙ্গের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর ও মহাসচিব শাওন পন্থ – newsbankbangla

সাংবাদিক মনসুর বেশ পুরনো সংগঠক। সংস্কৃতি অনুরাগী এই সাংবাদিক সমাজ সেবায়ও জড়িত। রোটারি ক্লাবেও দীর্ঘদিন ভূমিকা রেখেছেন। ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে’র সাধারণ সম্পাদকও।

অন্যদিকে শাওন পান্থ সাংস্কৃতিক অঙ্গনে বেশ পুরনো পরিচিত নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই ত্রিতরঙ্গকে আগলে রেখেছেন তিনি। খ্যাতনামা এই আবৃত্তিকার বাংলাদেশ বেতারের দীর্ঘদিনের স্বনামধন্য উপস্থাপক। এছাড়া কবি হিসেবেও রয়েছে তাঁর স্বতন্ত্র পরিচিতি।

প্রতিবেদনটির বাকি অংশ দেখুন নিচে সংযুক্ত লেখা’র পর…

ত্রিতরঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. আশরাফ শরীফের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনের অপর সদস্যদ্বয় হলেন ড. আনোয়ার আলম ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান এলিজাবেথ আরিফা মোবাশশিরা, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা ও আমিনা রহমান, যুগ্ম মহাসচিব বোরহান উদ্দিন, সাংগঠনিক সচিব  শহীদুল ইসলাম বিপ্লব, দপ্তর সচিব ফারহান খান, সাংস্কৃতিক সচিব, মনোয়ার হোসেন, যুগ্ম-সাংস্কৃতিক সচিব শীলা চৌধুরী, প্রচার, প্রকাশনা ও আইটি সচিব অনিমেষ শর্মা, আন্তর্জাতিক বিষয়ক সচিব, মুনিরা সুলতানা মিলি, জনকল্যাণ সচিব সাকিব করিম, অর্থ সচিব শাহনুর আক্তার শানু, নির্বাহী সদস্য  সুবর্না রহমান, ইসমত আরা নীলিমা ও নাসরিন ইসলাম । নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ড. আনোয়ারা আলম।

– newsbankbangla

অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট বংশীবাদক ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল  ইসলাম, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি রাশেদ রউফ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি।

অতিথিগন দেশের সুষ্ঠু ধারার সাংস্কৃতিক বিকাশে ত্রিরঙ্গের দীর্ঘ ৪২ বছরের পথচলার ভুয়সী প্রশংসা করেন।

তাঁরা বলেন, ‘ত্রিতরঙ্গের সংস্কৃতির চর্চার এই অবারিত ধারা দেশকে বিশ্ব দরবারে সঠিকভাবে উপস্থাপন এবং যুব সমাজের নৈতিক চরিত্রের উন্নয়নকে প্রসারিত করবে। ‘

দিনব্যাপী অনুষ্ঠানমালায় চট্টগ্রামের বরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

৬০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল হাটহাজারীতে : জমি হস্থান্তর

নিউজ ব্যাংক বাংলা , চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ফটিকায় প্রস্তাবিত ৬০০ শয্যার বিশেষায়িত হাসপাতালের জন্য ঐতিহাসিক দলিল ও জমি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img