শাহ মিডু, বিশেষ প্রতিনিধি:
আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৮তম মহান ১০ মাঘ ওরছ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরিফের গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় দরবারের শাহী ময়দানে ‘তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল- উদযাপিত হয়।
গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) ক্বিবলা ক্বাবা বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক।
গতকাল ০২ মাঘ ১৪৩০ বাংলা ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত মাহফিলে ছদারত করেন আওলাদে রাসুল আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.)। এতে শতশত আশেক ভক্তগণের মাঝে অসংখ্য ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
.
.