চট্টগ্রাম শহরের তিনটি পুর্ণাঙ্গ সংসদীয় আসন। এছাড়াও আছে আরো তিনটি আংশিক আসন । সেই সুত্রে ৬টি সংসদীয় আসন সহ চট্টগ্রাম জেলার মোট সংসদীয় এলাকা ১৬ টি। তার মধ্যে একটিতে জাতীয় পার্টি, তিনটিতে স্বতন্ত্র ও বাকি ১২ টিতে জয় পেয়েছেন আওয়ামীলীগের প্রার্থীরা।
জয় পাওয়া স্বতন্ত্রের তিনটি আসনের একটিতে আওয়ামী লীগের তিনবারের এমপি’র নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়। তিনি হলেন চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রামর ১৬টি আসনের নির্বাচিত সাংসদ সদস্যরা হলেন –
চট্টগ্রাম -১ (মিরসরাই)
মাহবুবুর রহমান রুহেল
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) :
খদিজাতুল আনোয়ার সনি
চট্টগ্রাম -৩ (সন্দীপ)
মাহফুজুর রহমান মিতা
চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড)
এস.এম আল মামুন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) :
আনিছুল ইসলাম মাহমুদ
চট্টগ্রাম-৬ (রাউজান) :
ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) :
হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী+ চান্দগাঁও) :
আবদুস ছালাম
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া):
মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) :
মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ;
এম এ লতিফ
চট্টগ্রাম-১২ (পটিয়া) :
মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) :
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
চট্টগ্রাম -১৪ (দোহাজারী)
নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫
(সাতকানিয়া +লোহাগাড়া):
এম.এ মোতালেব সিআইপি
চট্টগ্রাম -১৬ (বাঁশখালী):
মুজিবুর রহমান সিআইপি