নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগেই চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের এমপি মুস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন ।এটি একটি নজিরবিহীন ঘটনা ।নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয় বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে । এমপি মুস্তাফিজের বিরুদ্ধে আগেও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তাঁকে জরিমানাও করা হয় । ভোটের মৌসুমী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি )কে হুমকি দেওয়াসহ নানা অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।
‘নির্বাচনে একজন এমপিকে প্রার্থিতা বাতিল করে দেয়া বাংলাদেশের ইতিহাসেও হয়নি’ বলে মন্তব্য সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল । চ্যানেল 24 এর ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ভোটের রাতেই তিনি এই মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তও অভিন্ন মত দেন ওই টকশোতে ।
মাসুদ কামাল বলেছেন, ‘ নির্বাচন কমিশনের দৃঢ়চেতা মনোভাবের এটিও একটি ইতিবাচক উদাহরণ ।
তবে যদি নির্বাচনে বিএনপি থাকতো ,নির্বাচন কমিশন এই ভূমিকা দেখাতে পারতো কিনা সেটি নিয়ে আমার একটু ভিন্ন মত আছে।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, ৫২ বছরের বাংলাদেশের ইতিহাসে ভোট চলা অবস্থায় এরকম কোন এমপির প্রার্থিতা বাতিলের নজির নেই । #