জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের

Must Read

নিউজ ব্যাংক বাংলা, সাভার:

পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের রেকর্ড গড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর পর মন্ত্রীসভার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে।

প্রধানমন্ত্রী ছাড়াও এসময় মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী উপস্হিত ছিলেন।

শুক্রবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি এই গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

  অতঃপর তিনি মন্ত্রিসভার নতুন সহকর্মীদের সঙ্গে নিয়ে  জাতীয় স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

   পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও তার পরিষদের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানান। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে  ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক শেয়ার দিন, প্লিজ!

গত ৭ জানুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮ টির মধ্যে ২২২টি সংসদীয় আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এর চার দিন পর শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান ।

12.01.2024

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img