নিজস্ব প্রতিবেদক, নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট। উৎসবমুখর পরিবেশে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ৪৪২ সদস্যের মধ্যে ৩৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণণা। রাত সাড়ে নয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী ভোট পেয়েছেন ২৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাবেক সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।
সহ-সভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট। একই পদে আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছেন ৬৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। এছাড়া রুবেল খান পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে লড়াই হয় ত্রিমুখী। তিন প্রার্থীই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির প্রাক্তন নেতা।
যুগ্ম সম্পাদক পদে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন পেয়েছেন ১৮০ ভোট।
অর্থ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার মো. তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পেদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসনিম হাসান রিয়াদ পেয়েছেন ১৩৭ ভোট এবং সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজ টাইমস চট্টগ্রামের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাসুমুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
৬৫ বছরের ঐতিহ্যের ধারক সাংবাদিকদের প্রাণের এই সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। গত ৫ আগস্ট এর পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আওতাভুক্ত এই প্রথম কোন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।




অভূতপূর্ব উচ্ছ্বাসমূখরতা ও নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ৫ আগস্ট পরবর্তী ষড়যন্ত্রমূলক মামলা মাথায় নিয়ে হুমকি-ধমকিকে উপেক্ষা করেই নির্বাচনে লড়েছেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক এই বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান ৫ আগস্ট এর পর চাকরিচ্যুতও হন। দীর্ঘদিন ধরে একাধারে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কাজ করা এই সাংবাদিক নেতা এর আগে বিএফইউজে – বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন (২০১৮-২০২১)। মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজ হায়দার চৌধুরী এর আগেও সিইউজে’র আরো এক দফায় (২০১৬-১৮) সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন । এরও আগে দুই দফায় সাধারণ সম্পাদক ও দুই দফায় সাংগঠনিক সম্পাদক ছিলেন। পেশাজীবী সাংবাদিকদের এই নেতা চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকও। ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে ২০২০ ইংরেজি সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) কর্তৃক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন।
পেশাজীবী সাংবাদিকদের এই নেতা ২০২৪ ও ২০১৮ এর জাতীয় নির্বাচনে পেশাজীবী প্রতিনিধি হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁর প্রার্থিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি বাকলিয়া) আসলে মনোনয়ন দেয়া হয়েছিল সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলকে। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে নওফেল দেশের বাইরে গেলেও মামলা হুমকি মাথায় নিয়ে রিয়াজ হায়দার চৌধুরী মাঠে থেকে বিপুল ভোটে পেশাজীবী সাংবাদিকদের মাতৃ সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন।
নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম ইতোপূর্বে দফায় দফায় নির্বাচিত হন। অজাতশত্রু ব্যক্তিত্বের মতো তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি, অর্থ সম্পাদক ও পাঠাগার সম্পাদক ছিলেন।
নবনির্বাচিত সহ সভাপতি সাইদুল ইসলাম বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ও এর আগে প্রচার প্রকাশনা সম্পাদক এবং প্রতিনিধি ইউনিট চীফ ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবুর শুভ ইতিপূর্বে সিইউজের দুই দফা যুগ্ম সম্পাদক ও দুই দফা সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক ছিলেন।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত ওমর ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
সিইউজের নবনির্বাচিত অর্থ সম্পাদক সোহেল সরওয়ার সাংবাদিকতার পাশাপাশি একজন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট, চট্টগ্রাম প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির ক্রীড়া সম্পাদকও।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত সুবল বড়ুয়া ইতোপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি ছিলেন। নবনির্বাচিত নির্বাহী সদস্য আহসানুল আহসান হাবীবুল আলম এক বিশিষ্ট সংগীত শিল্পীও।
অভূতপূর্ব এই নির্বাচনে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক সিইউজের এবারের নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য নুরুল আমিন, নিজাম উদ্দিন, নওশেদ আলী খান, কামাল পারভেজ ও নুরুদ্দিন আহমেদ।
৫ আগস্ট এর পরিবর্তিত পরিস্থিতির পর বাংলাদেশে এই প্রথম কোন সাংবাদিক সংগঠনে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও উচ্ছ্বাসমূখরতায় অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে আসার সঞ্চার হয়েছে।
