দ্বাদশ রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড পাচ্ছেন ৯ জন

Must Read

নিউজ ব্যাংক বাংলা:
চট্টগ্রাম দরবার শরিফের পীর ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) কর্তৃক ২০১২ সালে প্রবর্তিত রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড দেয়া হবে আজ ২১ মার্চ, বৃহস্পতিবার। নিয়মিত প্রতিষ্ঠিত ছুফি ভাবধারার পদক এটি।

সমাজের নানামাত্রিক উন্নয়নে নীরবে নিভৃতে কাজ করে যাওয়া ব্যক্তিদের সম্মানিত করার প্রয়াসে প্রতিবছর বিভিন্ন বিভাগে এওয়ার্ডটি ঘোষিত হয়।

এ বছর ৯টি ক্যাটাগরিতে এই এওয়ার্ড যাদের মধ্যে বিতরণ করা হবে তাঁরা হলেন :
ছুফি সাধক- বিভাগে হযরত শাহ্ ছুফি ছৈয়দ দলিলুর রহমান রাজাপুরী (মা.), সাজ্জাদানশিন, রাজাপুর দরবার শরিফ, কুমিল্লা ।

সমাজ সেবক- জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

শিক্ষাবিদ- ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আলেমে তরিকত -আলহাজ্ব মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী (মা.), অধ্যক্ষ, মাইজভাণ্ডার রহমানিয়া মঈনীয়া দরসে নেজামী মাদ্রাসা।

লেখক ও গবেষক- হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ (মা.), সাধারণ সম্পাদক, সূফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্ৰ।

মুক্তিযোদ্ধা- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, সভাপতি, বোধন আবৃত্তি পরিষদ।

চিকিৎসাবিদ ডা. সীমান্ত ওয়াদ্দাদার, কনসালটেন্ট, নিউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

ছুফি শিল্পী- জনাব আব্দুল মান্নান কাওয়াল, বিশিষ্ট মাইজভাণ্ডারী সংগীত শিল্পী।

ছুফি গীতিকার ও সুরকার- জনাব মোহাম্মদ আবু তাহের চিশতী, বিশিষ্ট ছুফি গীতিকার ও সুরকার।

আজ দুপুর ২টায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে আয়োজিত ২১ তম মহাত্মা সম্মেলনে এ সম্মাননা পদক প্রদান করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

বাবা ভান্ডারী’র ৮৯ তম ওরশ শরীফে লাখো ভক্তের ফরিয়াদ

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম: উপমহাদেশের প্রখ্যাত অলি, আধ্যাত্মিক সাধক শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী; প্রকাশ-বাবা ভান্ডারী কেবলার ৮৯তম...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img