‘ফিনিক্স পাখির মত জেগে উঠেছে বিএনপি’-চট্টগ্রামে নোমান

Must Read

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন,’ ফিনিক্স পাখির মত জেগে উঠেছে বিএনপি। অন্যদিকে
ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে সব সরকারী প্রতিষ্ঠানকে বিএনপি নেতাকমীর্দেরকে দমন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করছে আওয়ামীলীগ। পুলিশ, র‌্যাব,দূদক সহ সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিয়মিত রুটিন ওয়ার্ক বাদ দিয়ে বিএনপি নেতাকমীর্দের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানীর মাধ্যমে দমন-পীড়ন চালাচ্ছে।’
‘বিগত ৭ জানুয়ারীর প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখতে আওয়ামী লীগের এই অপচেষ্টা’ বলে অভিযোগ করেন সাবেক এই মন্ত্রী।
তিনি আরো বলেন, দেশের শ্রমজীবি মানুষ ও সাধারণ জনগণ দ্রব্যমূল্যের সীমাহীন উধ্বগতিতে দিশেহারা অবস্থায় দিনযাপন করছে। কিন্তু এতে সরকারের কোন মাথা ব্যাথা নেই। সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে রমজানকে পুঁজি করে ব্যবসায়িক ফায়দা নিচ্ছে। আর এর খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে।

আজ বিকাল ৪টায় নগরীর জিইসি কনভেশন সেন্টারে অনুষ্টিত দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে সমাবেশ ও ইফতার মাহফিলে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।সূত্র প্রেস বিজ্ঞপ্তি/

বিএনপিকে ধ্বংস করার সরকারের নীল নকশা বুমেরাং হয়ে গেছে। সরকার দমন—পীড়ন ও প্রলোভনের মাধ্যমে বিএনপি নেতাকমীর্দেরকে আদর্শচুত করতে পারে নাই।

নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক শেয়ার দিন, প্লিজ!

আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের জনগণ ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে ধ্বংস করার সরকারের নীল নকশা বুমেরাং হয়ে গেছে। সরকার দমন—পীড়ন ও প্রলোভনের মাধ্যমে বিএনপি নেতাকমীর্দেরকে আদর্শচুত করতে পারে নাই। যতবারই বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার অপচেষ্টা চালিয়েছে প্রতিবারেই বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠেছে।

বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ.এম. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, একরামুল করিম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি নেতা এম এ সবুর, এডভোকেট আবদুস সাত্তার, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জসীম উদ্দিন শিকদার প্রমুখ।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আওয়ামীলীগের দূনীর্তি ও দূঃশাসনের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার, ডলার সংকট সহ সরকারের লুঠপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে। সারাদেশে শ্রমজীবি মানুষ অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছে। এই সরকারের পতন ছাড়া চলমান সংকট থেকে মুক্তির কোন উপায় নেই। তিনি শ্রমিকদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম ১৯ মার্চ ২০২৪ইং

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img