এস.এম.এস. আলম, নিউজ ব্যাংক বাংলা:
ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে আহালেবাইত রাসুল (স:) স্বরণে দশ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল ২০২৩ ইং অনুষ্ঠিত হয়। গত ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন আমির ভান্ডার শাহী ময়দানে বাদে মাগরিব হতে অনুষ্ঠান আরম্ভ হয়।
১ম দিবস- পীরে তরিকত্ব আল্লামা সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল । আলোচক ছিলেন আল্লামা মহিউদ্দিন হাশেমি, অধ্যক্ষ, চুন্নাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও আবু মোকারাম নঈমী, সুপার, আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
২য় দিবস- আমির ভান্ডার শরীফ, শাহ মনজিলের সাজ্জাদাশিন পীরে তরিকত্ব মাওলনা সৈয়দ ফোরকানুল হক আমিরীর সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষে অতিথি ছিলেন এডভোকেট আবদুল রশিদ, দৌলদী রচক। আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস আল কাদেরী, মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী ও মাওলানা ইউসুফ জিলানী আল কাদেরী।
৩য় দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত্ব আলহাজ্ব শাহসুফী সৈয়দ মুহাম্মদ মোস্তফা শাহ আমিরী। প্রধান আকষণ ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডঃ এহসান ইকবাল কাদেরী, শ্রীলংকা। অন্যান্যের মধ্যে প্রধান আলোচক আলহাজ্ব আল্লামা গাজী শফির আলম নাজামি (মা.) প্রধান মুফাসসির ছিপাতলী বহুমুখী কামিল মাদ্রাসা। আলোচক আল্লামা হাফেজ আহাম্মদ আল কাদেরী, অধ্যক্ষ, চিকন খলিফা ছিদ্দিক আহাম্মদ আলিম মাদ্রাসা, আলোচক আল্লামা আব্দুল আলিম নূর, আরবি প্রভাষক, জামিজুরি রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসা প্রমুখ উপস্থিত ছিলেন।
৪র্থ দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকতত্ব আলহাজ্ব শাহসূফী ছৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তফা শাহ আমিরী। প্রধান অতিথি জনাব মো: আতিকুল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া, সম্মানিত অতিথি জনাব শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, এবং জনাব মো: আবদুল হাকিম রানা, সাধারণ সম্পাদক, পটিয়া প্রেসক্লাব। প্রধান আকর্ষণ আর্ন্তজাতিক ইসলামি স্কলার ড. এহসান ইকবাল কাদেরী, শ্রীলংকা। প্রধান আলোচক আলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেজামী (মা.), প্রধান মুফাসসির, ছিপাতলী বহুমুখী কামিল মাদরাসা, আলোচক আল্লামা হাফেজ আহমদ আল কাদেরী, অধ্যক্ষ, চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলীম মাদরাসা এবং আল্লামা আবউল আলীম নূরী, আরবী প্রভাষক, জামিজুরী রজবিয়া আজিজিয়া ফাজিল মাদরাসা।
৫ম দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত্ব আলহাজ্ব শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন শাহ আমিরী। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান আলোচক আলহাজ্ব আল্লামা এনামুল হক সিকদার, শাইখুল হাদিস নেসারিয়া কামিল মাদ্রাসা, আলোচক মাওলানা ওমর ফারুক নঈমী, খতিব আজিজিয়া মাবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ চট্টগ্রাম, আলোচক মুফতি বক্তিয়ার হামিদ আল কাদেরী, সিনিয়র মুহাদ্দীস, শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা।
৬ষ্ঠ দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী। এত উপস্থিত ছিলেন প্রধান আকর্ষণ আন্তর্জাতিক ইসলামিক স্কলার হযরতুল আল্লামা ড: সাখাওয়াত হোসাইন বারখাতি, ভারত, আলোচক ইসলামিক স্কলার আল্লামা ড: সাইফুল ইসলাম আজহারী, সাবেক অধ্যাপক, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আলোচক আল্লামা সাইফুদ্দিন খালেদ জোহাদী।
৭ম দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব শাহসুফি সৈয়দ মোহাম্মদ করিমুল মুস্তাফা শাহ আমিরী। আরও উপস্থিত ছিলেন প্রধান আলোচক আলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, সাবেক অধ্যক্ষ, জামিজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আলোচক মাওলানা নুর ইসলাম জিহাদী, মুদারিছ, আমিরুল আলিয়া সুন্নিয়া মাদ্রাসা, আলোচক মুফতি ফরিদুল আলম রেজভী, কুতুব আব্বাস শাহ রহ জামে মসজিদ ভাটিয়ারি চট্টগ্রাম।
৮ম দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৌহিদ শাহ আমিরী। এতে অংশ গ্রহণ করেন প্রধান আকষণ ইসলামিক স্কলার ড: নুর নবী আল-আজহার, অধ্যক্ষ, আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, আলোচক মাওলানা আরিফ রায়হান কাদেরী, প্রতিষ্ঠাতা, আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা, আলোচক মাওলানা শহীদুল্লাহ নঈমী আমিরী।
৯ম দিবস- সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী। এতে উপস্থিত ছিলেন মেহমানে আলা আওলাদে আলা হযরত তাজুশ সুন্নাহ হযরত আলহাজ্ব আল্লামা শাহ সুফি মুফতি তৌসিফ রেজা খান কাদেরী রেজভী (মা.) সাজ্জাদানশিন, দরবারে আলা হযরত, ইউ পি, ভারত, প্রধান অতিথি আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সদস্য চট্টগ্রাম ১২, সম্মানিত অতিথি ড: মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হিরো, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সালেহ আহমদ, হাসান বানু ফান্ডেশন, পটিয়া, সম্মানিত অতিথি মোহাম্মদ আবুল হোসেন (সাবের), প্রধান আলোচক হযরতুল আলহাজ্ব আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজবী, সিনিয়র আরবি প্রভাষক, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদরাসা ও চেয়ারম্যান, সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ, আলোচক মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, প্রতিষ্ঠাতা, মাদ্রাসা এ তৈয়াবিয়া জাহাঙ্গীরিয়া, আলোচক মুফতি জুনায়েদ সিদ্দিক আত তাহের, প্রতিষ্ঠাতা পরিচালক, শাহে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স, কচুয়া চাঁদপুর, আলোচক মাওলানা হামেদ হাসান আল কাদেরী, খতিব, কানার হাট জামে মসজিদ।
১০ম দিবস- বা শেষ দিবসে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ মামুনুর রশিদ শাহ আমিরী (মা.)। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান আলোচক পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী (মা.), প্রতিষ্ঠাতা, আঞ্জুমান রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোনাজারে আহলে সুন্নত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি, মহাপরিচালক, আবতাহি মুজাদ্দেদীয়া সুন্নিয়া মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা, আলোচক আল্লামা শফিকুল আস সাঈদী কাদেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আঞ্জুমান এ হামিদিয়া সাঈদিয়া কাজেমী কমপ্লেক্স বাংলাদেশ, আলোচক, মাওলানা মাহবুবুল হক (নুরে বাংলা), প্রতিষ্ঠাতা, তাহারিয়া ছাবেরিয়া মাদ্রাসা।
সূত্র: SVNA