বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদের জানাজা দাফন সম্পন্ন

Must Read

লোহাগাড়া প্রতিনিধি , নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:: বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক  ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজাম উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) বাদে মাগরিব চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সুফি মিয়াজি পাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

জানাজায় যোগ দিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, নিজাম উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে, সাংবাদিকতায়, সমাজকর্মে আমাদের অনুপ্রেরণার মডেল হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হয়েছে।’ 

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও নাজিমুদ্দিন শ্যামল, সিইউজের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম ও সিইউজের সদস্য জামাল উদ্দিন ইউসুফ প্রমুখ। 

এদিকে, সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। 

এক শোকবার্তায় সিইউজে’র নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। 

উল্লেখ্য : বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৫ টায় ঢাকার একটি হাসপাতালে সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলা চেষ্টার প্রতিবাদ সিইউজের

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img