কক্সবাজার-টেকনাফ থেকে আসার পথে চকরিয়ায় দুর্ঘটনার শিকার হন এবং চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন…
নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
চট্টগ্রামের টেরীবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও টেরীবাজারস্থ সিটি টাওয়ার, মোনালিসা শপিং মলের মালিক মোঃ আবুল কালাম গত শুক্রবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কক্সবাজার-টেকনাফ থেকে আসার পথে চকরিয়ায় দুর্ঘটনার শিকার হন এবং চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গত শনিবার সকাল ১১টায় টেরীবাজারস্থ মেইন রোডে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
শনিবার বাদে আসর মরহুমের নিজ বাড়ি ছিটুয়া পাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
