সেই বিয়ে, মাতৃত্বে লিজা

Must Read

প্রশান্ত বড়ুয়া:

খবরটি অনেকটা এরকম। বিয়ে ও মা হবার জানান দেয়াটা এক সাথেই লিজার।
২০২২ সালে অনেকটা ‘চুপিসারে’ বিয়ে করেন ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সানিয়া সুলতানা লিজা। তবে গেল বছর নভেম্বরে খবরটি কিছুটা প্রকাশ্যে আসলেও এ নিয়ে ছিল ধোঁয়াশা।

“অনেকে বলছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা মোটেও সত্য নয়। আমি কেন গোপনে বিয়ে করব! আমাদের বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, এত দিন বিয়ের খবরটা গোপন রেখেছিলাম, তার মানে এই নয় আমরা কখনো জানাতাম না।...


বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। নাম সবুজ খন্দকার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তবে পেশা ব্যবসা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যবসা আছে তার।

এবার জানা গেল মা হচ্ছেন এই গায়িকা। মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি।আর সেটি নিশ্চিত করেছেন তার বাবা হেলাল উদ্দিন।

তিনি জানান, বর্তমানে স্বামীর সঙ্গে আমেরিকায় বাস করছেন তার মেয়ে সংগীতশিল্পী লিজা। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

এদিকে লিজার বেবি বাম্পের দুটি ছবি (১৮ মার্চ) সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

বিয়ের খবর জানিয়ে লিজা বলেন, ২০১৫ সালের দিকে আমি গানের শো করতে যুক্তরাষ্ট্রে যাই, তখনই পরিচয়। এরপর বন্ধুত্ব। গত বছর পারিবারিকভাবে আমাদের রেজিস্ট্রি হয়। এটি ছিল ঘরোয়া আয়োজন। আমরা ভেবেছিলাম, দেশের অবস্থা (রাজনৈতিক) একটু স্থিতিশীল হলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তা ছাড়া সবুজ দেশের বাইরে থাকে। সব মিলিয়ে সবাইকে জানানোর জন্য একটি সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম।

লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক শেয়ার দিন, প্লিজ!

লিজা আরো বলেন, “অনেকে বলছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা মোটেও সত্য নয়। আমি কেন গোপনে বিয়ে করব! আমাদের বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, এত দিন বিয়ের খবরটা গোপন রেখেছিলাম, তার মানে এই নয় আমরা কখনো জানাতাম না।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img