ইসহাক মিয়াকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ চট্টগ্রামের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের

Must Read

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
মুক্তিযুদ্বের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের পূর্বাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চলের, চট্টগ্রাম এলাকার “সমন্বয় কর্মকর্তা “, গণ পরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, নেতাদের নেতা, জননেতা ইসহাক মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ গভীর শ্রদ্বা জানিয়েছেন।‌

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, জননেতা ইসহাক মিয়ার আওয়ামী লীগ কে আমরন সংগঠিত করা, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে যে ঐতিহাসিক অবদান রেখেছেন তা গভীর শ্রদ্ধাচিত্তে মুক্তিযোদ্বারা স্বরন করেন।‌ বিশেষ করে মুক্তিযুদ্বে চট্টগ্রাম শহর রনাঙ্গনের গেরিলা প্রধান মৌলভী সৈয়দ আহম্নদ প্রতিষ্ঠিত বৃহত্তর আগ্রাবাদ অঞ্চলের প্রধান ঘাঁটির অভ্যান্তরিন মহল্লা হাজিপাড়ায় এই নেতার বাসভবন টির ” বাংলা ঘর “টি মরহুম ইসহাক মিয়ার নির্দেশে তাঁর পরিবার মুক্তিযুদ্ব কালে বিশ্বখ্যাত অপারেশন জ্যাকপটের আত্নঘাতি নৌ কমান্ডোদের অস্ত্রসস্ত্র রাখার অন্যতম ডাম্ব হিসাবে ব্যাবহারের সূযোগ দিয়েছেন। শত্রুপরিবেষ্টিত চট্টগ্রাম শহরের এই বাড়ীর পরিবারটি মারাত্নক ঝুকি নিয়ে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন।

জামায়াত–শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )


নেতাদের এই নেতা আওয়ামী লীগে অসংখ্য নেতা কর্মী সৃষ্টি করেন। আওয়ামী লীগের দূঃসময়ের তিনি সাহসী নেতৃত্ব। নেতা কর্মীদের পাশে পাহাড়ের মতো দাঁড়াতেন। মুক্তিযোদ্বাদের প্রতি তাঁর ছিল অকৃত্তিম ভালোবাসা।‌ আজ আমরা গভীর শ্রদ্বার সাথে স্মরণ করছি এই মহান নেতাকে। জয় বাংলা। ‘

যুক্তবিবৃতিদাতা চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডোবৃন্দ হলেন – অপারেশন জ্যাকপট অধিনায়ক কমোডর এ. ডব্লিউ. চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম, সর্ব মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, মাহাতাবউদ্দিন চৌধুরী, নাঈম উদ্দিন আহমেদ চৌধুরী, কমান্ডার শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, মোঃ হারেস, কমান্ডার মোজাফফর আহমদ, ফাহিম উদ্দিন আহম্নদ, মোঃশফর আলী, শেখ মাহমুদ ইসহাক, জাহাঙ্গীর চৌধুরী, নৌ কমান্ডো অনিল বরন রায়, ফজলুল হক

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!)

ভুইয়া, দোস্ত মোহাম্মদ, মুকুল দাস, ইসমাইল কুতুবী, আহম্নদ উল্লাহ, অরুন দাস, নৌ কমান্ডো আনোয়ার, বেলাল আহম্নদ, ডাঃ সালাউদ্দিন, মোঃ জাহাঙ্গীর ( স.ঘা), নৌ কমান্ডো এইচ.এম. জিলানী, আব্দুর জব্বার চৌধুরী, জাকির হোসেন মিজান, গিয়াসউদ্দিন কাজল, সালাউদ্দিন, জসিমউদদীন, আঃ লতিফ, ফিরোজ আহম্নদ, ডাঃ এ,বি,এম, জাফর উল্লাহ, মনজুর আলম, দেওয়ান মাকসূদ, সৈয়দ আব্দুল গনি, জাহেদ আহম্নদ, শওকত হোসেন, আব্দুল হাদী,মোঃ রফিক, জামাল উদ্দিন, আঃগফুর, হাদী হোসেন বাবুল, জাহিদ হোসেন, নৌ কমান্ডো মোঃ হোসেন, ডাঃ মাসুদ আহমেদ, মোঃ আব্দুল আজিম, সিরাজুর রহমান, শাহ আলম, নিপু প্রমুখ।

NEWS BANK BANGLA. COM
বাংলাদেশ মিডিয়া সেন্টারের মুখপাত্র

সম্পাদক : রিয়াজ হায়দার চৌধুরী

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img