নিউজ ব্যাংক বাংলা :
কে কোন দেশ কি করলো না করলো , কি চাপ দিল , সেটা তো আমাদের কিছু আসে যায় না। আমরা মিডিয়ার চাপে ব্যস্ত । নিজেদের ভোট নিয়ে ব্যস্ত ।
১৯৭১ এ অনেকেই চাপ দিয়েছিল অনেকেই। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কিন্তু বাংলাদেশেই একমাত্র দেশ, যেটি ৩০ লক্ষ লোক শহীদ হয়ে এদেশ অর্জন করেছে । যেটি বিশ্বের কোন দেশ করতে পারেনি।
পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন একথা বলেছেন ৭১ টেলিভিশনের টকশোতে।
৫ জানুয়ারি এই টকশোতে তিনি আরো বলেন, বাংলাদেশে অনলাইনে ভোটের সিস্টেম নেই । শুধু রাষ্ট্রপতি দিয়েছেন আগাম ভোট । আগাম ভোটেরও নিয়ম নেই । সাধারণরা
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
আগে অনুমতি নিয়ে আগাম ভোট দেওয়ার প্রক্রিয়ায় জড়িত হন না । সেই সুযোগ থাকে না। একই দিনে লাইন ধরে ভোট দেওয়া ছাড়া উপায় থাকেনা । অথচ বিশ্বের কোথাও কোথাও ভোট না দিলে ফাইন দেওয়ার নিয়ম রয়েছে। অস্ট্রেলিয়ায় ভোট না দিলে ৫০ ডলার ফাইন দিতে হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন।
সঞ্চালক জুলহাসের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পণ্য কে কিনলো, না কিনলো , তাদের হুমকিতে আমরা বিচলিত নই। বাংলাদেশের পণ্যের মান ভালো । দ্রুত সরবরাহ করা যায় । সেই কারণেই বিদেশীরা পণ্য কেনেন। তারা না কিনলে তাদের গ্রাহকদের কাছেই তারা প্রশ্নবিদ্ধ হবেন। কাজেই কখনো কোন রাষ্ট্রের হুমকিতে আমরা বিচলিত না ।