কংগ্রেস থেকে শিবসেনায় কেন গোবিন্দ ?

Must Read

‘ মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে। ‘  অবশ্য আবার নির্বাচনে লড়বেন কিনা সেই বিষয়ে গোবিন্দা কোনো উত্তর দেননি…

রিয়াজ হায়দার চৌধুরী:

কংগ্রেস থেকে শিবসেনায়  কেন যোগ দিয়েছেন গোবিন্দ? আকস্মিক এই দলবদলের ঘোষণায় গোবিন্দ কে নিয়ে দেখা দিয়েছে কিছু প্রশ্ন ? প্রশ্ন উঠেছে , তবে কি তিনি আবার নির্বাচনের মাঠে আসছেন?

শিবসেনায় যোগদানের মধ্য দিয়ে আবারো রাজনীতিতে ফিরে এলেন বলিউড অভিনেতা গোবিন্দ।

মুম্বাইয়ের বালাসাহেব ভবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে বৃহস্পতিবার শিবসেনায় যোগ দেন এই তারকা অভিনেতা। কিছুদিন আগেই একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দ’ -পিটিআইয়ের একটি রিপোর্টে  আরো জানানো হয়েছে, ‘সেই মিটিংয়ের পরই তিনি শিবসেনায় যোগ দিলেন।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ‘কোনো শর্ত ছাড়াই গোবিন্দ শিবসেনায় যোগ দিয়েছেন। ‘

 আগে যদিও রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। তখন কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তখন কংগ্রেসে যোগ দিয়ে ২০০৪ সালে লোকসভায় লড়েছিলেন উত্তর মুম্বাই কেন্দ্র থেকে। সেসময় বিজেপির বর্ষীয়ান নেতা রাম নায়ককে ভোটে হারান। কিন্তু কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়ে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে আর লড়েননি।‌

শিবসেনায় যোগ দেয়ার পর গোবিন্দা বলেন, ‘আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব।’

 তিনি এও বলেন, ‘ মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে। ‘  অবশ্য আবার নির্বাচনে লড়বেন কিনা সেই বিষয়ে গোবিন্দা কোনো উত্তর দেননি।

নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক শেয়ার দিন, প্লিজ!

এদিকে দল পরিবর্তনের ঘোষণা প্রসঙ্গে নানা জনের মনে নানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে গোবিন্দা জানান, তাঁর বাবা-মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল।

অত্যন্ত জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এর ১৯৮৬ সালে ইলযাম সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে।

 বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা ১৯৯৯ সালের জুনে পরিচালিত এক জনমতে বিগত হাজার বছরের সেরা দশজন তারকার একজন নির্বাচিত হন তিনি।‌

গোবিন্দা ১৪০ টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেন। ১২ বার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান।  এবং তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ৪ বার জি সিনেমা পুরস্কার পেয়েছেন।

 #

 (রিয়াজ হায়দার চৌধুরী: সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন – সিইউজে, সাবেক সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি )

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img