নিউজ ব্যাংক বাংলা :
বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির ইতিবাচক ধারায় আরও কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ঋণ শোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন কলেজ, থানা, ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
গতকাল ২৮ মার্চ দুপুরে নগরীর কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে সাবেক এই মেয়র প্রধান অতিথি ছিলেন ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাবেক সাংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফর আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ ঈসা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, ২৪নং আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু ও মহানগর ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ মালিহুল মিসকাত আলাভী।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
জামায়াত..শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )
বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক মুনীর চৌধুরী,মহানগর ছাত্রলীগের সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, শরীফ আহমেদ, সদস্য ডা.ইফতেখার হোসেন শায়ান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সংগঠক অসিত বরণ বিশ্বাস, শামীম ওসমান, মোঃইয়াছিন আরাফাত জয়, খালিদ হোসেন অন্তর,মিথাস বড়ুয়া চয়ন, ফায়েজ মোনতাছির চৌধুরী মাহিয়ান, আবু তালহা সিফাত, সৈয়দ মোহাম্মদ সাদিক শাহরিয়ার ও বিভিন্ন কলেজ থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, মুক্তিযুদ্ধে দেশ জুড়ে ভূমিকা রাখে ছাত্রলীগ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার সংগ্রামে, গত প্রায় ৫৪ বছরের পথ চলায় অভূতপূর্ব অবদান রাখা এই সংগঠনের নেতাকর্মীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সরকারের উন্নয়ন প্রচারে ভূমিকা রাখতে হবে।
অন্ধকার কুপমুন্ডুকতা মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আরো জোরদার ভূমিকা রাখতে হবে। সর্বোপরি দেশপ্রেমকে ধারণ করেই এগিয়ে চলতে হবে , যাতে রাজনীতির প্রতি মানুষের আস্থা আরও বাড়ে। খবর বিজ্ঞপ্তির।
২৮/০৩/২০২৪