এই অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা তার স্ত্রীকে বাদী করে মুক্তিযোদ্ধা ও সাবেক বোর্ড সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করায় ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী । মামলাটির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধারা ঈদের পরপরই শিক্ষা বোর্ড ঘেরাও সহ নতুন কর্মসূচি নিয়ে আসছেন বলে জানা গেছে। পেশাজীবীরাও নামছেন পৃথক কর্মসূচিতে ………
নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
অবশেষে বহু দুর্নীতিতে অভিযুক্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তাকে পদে রেখেই এই তদন্ত আদেশ কতটুকু কার্যকর হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ।
এদিকে, এই অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা তার স্ত্রীকে বাদী করে মুক্তিযোদ্ধা ও সাবেক বোর্ড সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করায় ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী । মামলাটির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধারা ঈদের পরপরই শিক্ষা বোর্ড ঘেরাও সহ নতুন কর্মসূচি নিয়ে আসছেন বলে জানা গেছে। পেশাজীবীরাও নামছেন পৃথক কর্মসূচিতে ।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )
আজ ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে উপসচিব মোঃ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এ ব্যাপারে এক আদেশে (স্মারক নং ৩৭.০০.০০০০.০৯৫.০৯৯.০২.২০২৪.১৯৭ ) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী সচিবের বিরুদ্ধে তদন্তের জন্য বলা হয়েছে।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
জামায়াত..শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )
অভিযোগের বিষয়ে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত-পূর্বক সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে….
এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত-পূর্বক সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে এই কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীন তদন্তে নিজের সন্তানকে পাস করিয়ে দেওয়া সহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নানা দুর্নীতির প্রমাণ মিলেছে। তার দুর্নীতির বিষয়ে একাধিক সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করায় মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস হয়আলী ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে মামলাও টুকে দেন অভিযুক্ত ওই কর্মকর্তা। নিজে নন, স্ত্রীকে বাদী করে এই মামলা করেন তিনি। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের নাগরিক সমাজ। তারা প্রফেসর নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন, সংবাদ সম্মেলনও করেন।
অভিযুক্ত এই সচিবের বিরুদ্ধে গত বছরের এইচএসসির রেজাল্ট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। সেই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণও পাওয়া যায়। এরপরও পদোন্নতি পান। বোর্ড সচিব হন। এরপর ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল কারসাজি করে জন্ম দেন নতুন করে কীর্তি!
তার বিরুদ্ধে জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে শহরবাসীর মুখে মুখে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে এসব অভিযোগ এবার তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাঁকে পদে রেখেই এ তদন্ত , বিষয়টিকে লজ্জাস্কর’ বলছেন শিক্ষাবিদরা । এতে তদন্তকাজে প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
01.04.2024