নিউজ ব্যাংক বাংলা :
ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ( সিপিজেএ ) কার্যত সাংবাদিকদের এক মিলন মেলা সম্পন্ন করেছে। ২ই এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত হন চট্টগ্রামের দুই মুক্তিযোদ্ধা আলোকচিত্র সাংবাদিকও। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের এই আয়োজনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ইফতার পরবর্তী আড্ডায় চায়ের পেয়ালায় ওঠে আলোচনার ঝড়…
ইফতারে সিপিজেএএর নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে উপস্থিত হন চট্টগ্রামের দুই মুক্তিযোদ্ধা আলোকচিত্র সাংবাদিকও।
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের এই আয়োজনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ইফতার পরবর্তী আড্ডায় চায়ের পেয়ালায় ওঠে আলোচনার ঝড়। এসোসিয়েশনের সভাপতি-রাশেদ মাহমুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য এবং সঞ্চালনায় করেন সিপিজেএ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী। ইফতার ও দোয়ার মাহফিলের আহবায়ক ছিলেন সিপিজেএ প্রদর্শনী সম্পাদক সরওয়ারুল আলম সোহেল।
এতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বিএফইউজে এর সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম, সিপিজেএ উপদেষ্টা আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান সহ-সভাপতি অনিন্দ্য টিটু বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফইউজে এর যুগ্ন মহাসচিব মহসীন কাজী চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জসীম চৌধুরী সবুজ, যুগ্ন সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার , নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফটোসাংবাদিক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফটোসাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু , সিইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সিপিজেএ সহ-সভাপতি সুভাষ কারণ , চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, নির্বাহী সদস্য আয়ুব আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সিপিজেএ উপদেষ্টা শিশির বড়ুয়া, রূপম চক্রবর্তী, মোহাম্মদ ফারুক যুগ্ম সম্পাদক নিপুন কুমার দে, অর্থ সম্পাদক আলাউদ্দিন হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী , সিইউজে এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, সিপিজেএ প্রচারক ও প্রকাশনা সম্পাদক রনী দে, নির্বাহী সদস্য অনুপম বড়ুয়া, সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, সোহেল রানা ,উজ্জ্বল কান্তি ধর, সৌরভ দাশ, এস এম তামান্না, মোঃ শরিফুল হক চৌধুরী, আমিনুল ইসলাম মুন্না, রবিন চৌধুরী ,শ্যামল নন্দী, সুরঞ্জিত শীল, রতন চৌধুরী, জয় দে, মো. রেজাউল করিম ও কাঞ্চন চক্রবর্তী। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মিয়া আলতাফ,সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ। এছাড়া সিপিজেএ এর ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী-জন উপস্থিত ছিলেন। ইফতার মাফফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মো. ইসমাইল রেজা।
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারা বলেন, সবাইকে এক টেবিলে বসার সুযোগ করেছে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে।
বক্তারা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তাঁরা বলেন, চট্টগ্রামের ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটোসাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন। এই এসোসিয়েশনের প্রতিটি কার্যক্রম প্রসংসার দাবিদার। সেই ধারা অব্যাহত রাখতে বক্তারা ফটোসাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে। শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।