সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ঈদযাত্রায় গাড়িতে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করার ।
তিনি বলেন, “গাড়ির অতিরিক্ত গতি, ভাড়া এবং যাত্রী তুললে কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করা হবে। এ জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।“
তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা ইনস্টিটিউটে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক গণশুনানি ও মতবিনিময় সভায়।
সচিব আমানউল্লাহ নূরী বলেন, “মহাসড়কের পাশে কোনো বাজার থাকবে না। এবার হাইওয়েতে থ্রি হুইলার চলবে না। এক্সপ্রেসওয়ে দ্রুত গতির সড়ক। এখানে কোনো ছোট গাড়ি ঢুকবে না”।
সড়ক সচিব সকলকে অনুরোধ করে বলেন, সড়কপথে চাঁদাবাজি, অতিরিক্ত গতি, ভাড়া, ফিটনেস বিহীন বাস যেকোনো অনিয়ম হলে জরুরি সেবার ৯৯৯ নম্বর এ ফোন করে জানাতে হবে ।
সচিব বলেন, “কোনো ভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। জেলা প্রশাসকেরা বিষয়টি তদারকি করবেন। বাস মালিকেরা যেন নিজেরা ভাড়া নির্ধারণ না করেন। এসি বাসের ভাড়া ঢাকা থেকে নির্ধারণ করা হবে। অনলাইনে সহজ ডটকম দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি।”
ছয় লেনে উন্নীত করার কাজ চলছে, ফরিদপুর-বরিশাল ও ফরিদপুর-বেনাপোল মহাসড়ক। সেক্ষেত্রে যানজট কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সড়ক সচিব বলেন, “হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সব সময় হাইওয়ের পাশে রাখবেন। এছাড়া সব হাসপাতালও চালু থাকবে। হাইওয়ের পাশে রেকার রাখতে হবে “
সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, অঙ্গহানি হলে তিন লাখ টাকা ও গুরুতর আহতকে এক লাখ টাকা জরিমানা দিতে হয়। জরিমানার এ বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাই না। ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হয়।”
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব যাত্রীদের কষ্ট লাঘবে ফরিদপুর-ভাটিয়াপাড়া রুটে বিআরটিসির লোকাল বাস চালুর নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগনের মাঝে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিন আলম, জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, এনজিও প্রতিনিধি আসমা আক্তার মুক্তা প্রমুখ।