রিয়ার অ্যাডমিরাল সোহায়েল বাধ্যতামূলক অবসরে

Must Read

নিউজ ব্যাংক বাংলা‌ :

 দুর্নীতি, গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ( চবক) সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট ২০২৪ ) তাকে বাহিনী থেকে চাকুরিচ্যুত করা হয়।

 গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নেয়া হয় তাকে। তখন নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ।  কোন জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার এডমিরাল হিসেবে পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন- এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এই কর্মকর্তা শুধু পদোন্নতি নয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হয়েছিলেন । শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে গত বছর ২০ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই পুরস্কার দেওয়া হয় সোহায়েলকে।

গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং হত্যাকান্ডে জড়িত থাকা সহ বিভিন্ন অভিযোগ ওঠে।

NEWS BANK BANGLA

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ২৩:৫৯ ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img