নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
তীব্র তাপদাহে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই প্রেক্ষাপটে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেনের উদ্যোগে টেরীবাজার এলাকায় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
চলমান প্রচণ্ড গরমে পথচারী ও সাধারণ মানুষের একটু স্বস্তি দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত লোকজন এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সকল ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এই রকম জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকলে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং অসহায় মানুষ সাময়িক স্বস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
