নিউজ ব্যাংক বাংলা :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, জনাব মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষ থেকে হাটহাজারীর বিভিন্ন স্পটে, যথাক্রমে হাটহাজারী ফায়ারসার্ভিস, কলেজ গেইট, বাস স্ট্যান্ড, হাটহাজারী মাদ্রাসা আশপাশ, মেডিকেল গেইট, মাজার গেইট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, ফতেয়াবাদ, চৌধুরীহাট, নতুনপাড়ায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও হাটাজারি উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। ২৬ ডিসেম্বর রাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তাঁরা এই শীতবস্ত্র বিতরণ করে থাকেন।
এ বিষয়ে চট্টগ্রামের উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জামাল চৌধুরী বলেন, “আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আসলাম চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা ছাত্রদল সবসময় গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি সাম্য ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করছি ।
আমরা জাতীয়তাবাদী ছাত্রদল – সবসময় দেশের যে কোন দুর্যোগপুর্ণ সময়ে, যে কোন বড় বড় বিপ্লবে কৃষক শ্রমিক ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী ভূমিকা পালন করেছি, সর্বাগ্রে থেকে।
আমাদের এ যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। “
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য এস এম ইসফাক, হাটহাজারী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জাওরানুল ইসলাম জুয়েল, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা আব্দুল মজিদ, জামাল উদ্দিন ওয়াসিম,মো: সাইদ, উত্তর মাদার্শা ইউনিয়নের পরিশ্রমী ছাত্রদল নেতা জুবায়ের ইসলাম দিহান, ফাইয়াজ চৌধুরী, মোহাম্মদ শাফায়াত, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জিকু, মোহাম্মদ মাসুদ চৌধুরী, মোহাম্মদ রিফাত চৌধুরী, চিকনদন্ডী ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রাকিব, মোহাম্মদ মোজাম্মেল, পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মিটন প্রমুখ নেতৃবৃন্দ।