নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম ডেস্ক:
মানবাধিকার দিবস উপলক্ষে ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও ত্রান সামগ্রী, দুই প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন ও একজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দুইজন দৃষ্টি জয় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রধান করা হয়েছে। এবং একইসাথে দৃষ্টি জয়ী ৪ জন কৃতি শিক্ষার্থী ও ১৬ জন দৃষ্টি জয়ী ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়েছে। নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম মহানগরে সভাপতি ফজলে রাব্বি সুমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিক্রেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী।
চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদের সার্বিক তত্ত্বাবধানে আরো অথিতি উপস্থিত ছিলেন নোয়াপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, বোয়ালখালী উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা জনাব মমিনুল হক, মিনহাজ ইন্টারপ্রাইজের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন আকন্দ । এছাড়াও লায়ন মোঃ আবু নাসের রনি , লায়ন নাজমুল শাকের, মাসুদ ফারুকী, আরাফাত ইসলাম ফয়সাল, সুরত আলম, তুলি দত্ত,ইফতেখার আলম অনিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন চিটাগাং ডিজাবেল স্পোর্টিং ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান । #