নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
(সিএমপি) ‘ র সাবেক কমিশনার সাইফুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতবছরের ২৩ জুন তিনি সিএমপিতে কমিশনার হিসেবে যুক্ত হন। এর আগে তিনি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ ( মেট্রোরেল ) হিসেবে নিয়োজিত ছিলেন।
সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন,
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীসহ ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শ’র বেশি মানুষ। এ ঘটনায় থানা ও আদালতে ৮২টির বেশি মামলা হয়।
গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে
নগরের চান্দগাঁও থানায় গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
