সাংবাদিকদের ঐক্যের তাগিদ চট্টগ্রাম সিটি মেয়রের, টিসিজেএ’র ১৮বর্ষে পা

Must Read

শহরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব শীল সহ অনেকেই উপস্থিত হন টিসিজেএ’র অনুষ্ঠানে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরাও ছুটে আসেন।

নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের দেড় যুগপূর্তি উপলক্ষে ‘সতেরোর সফলতা, আঠারোর স্বপ্নযাত্রা’ শ্লোগানে এক বর্ণাঢ্য উৎসব ও ‘টিসিজেএ–ইস্পাহানি তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি অফিসার্স ক্লাব, মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি হয।
এওয়ার্ড প্রদান, সংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ আয়োজন, টিভি ক্যামেরা জার্নালিস্টদের পরিবারের সদস্যদের প্রীতিময় সম্মেলন, নৈশভোজ, লাকী কুপন ড্র এর পুরস্কার বিতরণীর উচ্ছ্বাসে হয়ে ওঠে প্রাণবন্ত।

মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের ঐক্যের উপর তাগিদ দিয়ে বলেন, “টিভি ক্যামেরা সাংবাদিকরা মাঠ পর্যায়ে থেকে বাস্তব চিত্র তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’….

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের ঐক্যের উপর তাগিদ দিয়ে বলেন, “টিভি ক্যামেরা সাংবাদিকরা মাঠ পর্যায়ে থেকে বাস্তব চিত্র তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

টিসিজেএ’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন- সিএমইউজে সভাপতি শাহ নওয়াজ, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ এবং সিএমইউজে সাধারণ সম্পাদক সালেহ নোমান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন -নিউজ ব্যাংক বাংলা

প্রাণবন্ত রেফেল ড্র এর পুরস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান করছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী – নিউজ ব্যাংক বাংলা

টিসিজেএ’র ১৮ বর্ষে পা উপলক্ষে NEWS BANK TV এর অনুপ্রমান্য :
মুক্তির মন্দির সোপান তলে…

লিংক চেপে দেখুন বিস্তারিত —


এদিকে,অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব শীল সহ অনেকেই উপস্থিত হন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরাও ছুটে আসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর, চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, সাবেক কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনি, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, টিসিজেএ’র সাবেক সভাপতি এনাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু ও দীপঙ্কর দাশ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন,আহমেদুল আলম চৌধুরী রাসেল, টিসিজেএ আজীবন দাতা সদস্য সালাহউদ্দিন আলী, আক্কাস উদ্দিন, পলাশ কান্তি দে ও শফিকুল ইসলাম রাহী সহ সাংবাদিক নেতৃবৃন্দ, টিসিজেএ নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গান কথা স্বীকৃতি আড্ডা ভোজনে অনন্য মেলবন্ধন : ১৮ বর্ষে টিসিজেএ NEWS BANK TV এর বিশেষ অনুপামাণ্য : সাংবাদিকদের ঐক্যের তাগিদ দিলেন সিটি মেয়র ডা. শাহাদাত –

লিংক চেপে দেখুন বিস্তারিত —

অনুষ্ঠান শেষে ‘টিসিজেএ–ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন জুরিবোর্ডের সদস্য, খ্যাতনামা ক্যামেরা জার্নালিস্ট সৌমেন গুহ।
বেস্ট রিপোর্টিং বিভাগে- প্রথম: ফয়সাল করিম ও সঞ্জয় মল্লিক (এখন টেলিভিশন), দ্বিতীয়: মোহসেনাত শিহাব ও সনজীব দে বাবু (মাছরাঙা টেলিভিশন), তৃতীয়: সোহাগ কুমার বিশ্বাস ও অমিত দাস (এস এ টিভি)।বেস্ট ডকুমেন্টারি বিভাগে- প্রথম: শফিক আহমেদ সাজীব (চ্যানেল টোয়েন্টিফোর), দ্বিতীয়: সঞ্জয় মল্লিক (এখন টেলিভিশন), তৃতীয়: মো. নাজিম উদ্দীনকে (বিটিভি চট্টগ্রাম কেন্দ্র) তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিংয়ে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী আহসান হাবীবুল আলম, রুপা রোজারিন ও প্রাচী মল্লিক।

এবি’তে মাতালেন আহসান হাবিবুল আলম : টিসিজেএ’র ১৮ বর্ষে পদার্পণ অনুষ্ঠান-

এবি’তে মাতালেন আহসান হাবিবুল আলম : টিসিজেএ’র ১৮ বর্ষে পদার্পণ অনুষ্ঠান ; লিংক চেপে দেখুন বিস্তারিত —https://www.facebook.com/share/v/17may4Vq9g/

অনুষ্ঠানের শেষান্তে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজিব, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন সহ টিসিজেএ নেতৃবৃন্দ সমবেত সহকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে লাকি কুপন ড্র এর পুরস্কার বিতরণ করেন। এ সময় সংগঠনের শুভার্থী ফেমিনার অন্যতম স্বত্বাধিকারী সজল চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার মোহসেনাত শিহাব।

মনোমুগ্ধ সংগীত আয়োজন শেষে এক প্রীতিময় নৈশভোজ অনুষ্ঠিত হয়। এরপরই হয় লাকি কুপন এর ড্র এবং পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

প্রথম আলো, ডেইলি স্টার ও সম্পাদক পরিষদ সভাপতির উপর হামলা : নিন্দায় সিইউজে

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা, সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img