নৌকার মাঝি হতে চাওয়া ৭ সাংবাদিক আলোচনায়

Must Read

নিউজ ব্যাংক বাংলা , ঢাকা :
নৌকার মাঝি হতে এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন দেশজুড়ে ৭ সাংবাদিক । তাঁরা আছেন বেশ আলোচনায় ।
তাঁদের দুইজন গতবারও মনোনয়ন চেয়ে পাননি।‌ তাঁরা দুজনই আবার পেশাজীবী নেতা। গতবার মনোনয়ন চাওয়া তিনজনের অন্য একজন মনোনয়ন পেয়ে এমপিও হন। আর চারজন এবারই প্রথম মনোনয়ন প্রার্থী।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানা যায়, আওয়ামী লীগ হতে এবার যে সাত সাংবাদিক মনোনয়ন চেয়েছেন তাঁরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নানাভাবে সক্রিয়।এবারে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২ আসন থেকে, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান
চাঁদপুর -৪ আসন থেকে , বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও খ্যাতনামা টিভি ব্যক্তিত্ব নঈম নিজাম কুমিল্লা-১০ আসন থেকে , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম – ৯ আসন থেকে , কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও বহুগ্রন্হ প্রণেতা রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া-১ আসনে, ঢাকা টাইমস সম্পাদক ও কলামিস্ট আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসন থেকে, সাংবাদিক কলামিস্ট সোহেল সানি বরিশাল-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।

এর মধ্যে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও রিয়াজ হায়দার চৌধুরী গতবারও ফেনী ২ ও চট্টগ্রাম ৯ থেকে মনোনয়ন চান। তাঁরা দুজনেই সাংবাদিক নেতৃত্বের পাশাপাশি সমগ্র পেশাজীবী নেতৃত্বেও রয়েছেন। ইকবাল সোবহান চৌধুরী পেশাজীবী সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য এবং রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক। তাঁরা গতবার মনোনয়ন না পেলেও মাঠ ছেড়ে যাননি । সাংবাদিকদের আন্দোলন, পেশাজীবী শ্রমিক শ্রেণী আন্দোলন সহ নানান সামাজিক কার্যক্রমে বরাবরই তাঁরা সক্রিয়। ‌গতবার (২০১৮ সালের নির্বাচনে) আবেদনকারী তিন সাংবাদিক নেতার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মনোনয়ন পেয়ে এমপি হন। এছাড়াও এবারে নতুন করে মনোনয়নের আবেদন করা সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম নিজের এলাকার দলীয় কর্মীদের সাথে বরাবরই সংযুক্ত । এ ছাড়া গণমাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিবাচক ধারা প্রচার ও ক্ষুরধার কলাম লিখে শেখ হাসিনার পক্ষে অবস্থান প্রকাশ করেও আলোচিত। ‌
এছাড়া আরিফুর রহমান দোলন এবং সোহেল সানিও মুক্তিযুদ্ধে চেতনার পক্ষে বরাবরের সক্রিয় থেকেছেন। রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়ায় আলোচিত সাংবাদিক ও লেখক । জনমুখী এই সাংবাদিক বরাবরই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সাহসী সেনানী। ‌
এবার কার বা কাদের ভাগ্যে মনোনয়ন জুটে তা’ই এখন দেখার বিষয়।

জামায়াত..শিবিরের রাজনীতিআওয়ামীলীগ  নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img