নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
আজ শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই ব্যতিক্রমধর্মী স্মারক আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। এই স্মারক আলোচনার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ।
চট্টগ্রামের এযাবৎকালের পাঁচ সিটি মেয়র আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধা, চট্টলবীর, জননেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জনমুখী রাজনীতি নিয়ে ।
এযাবৎকালের চট্টগ্রাম সিটির যে পাঁচ মেয়র এতে আলোচক হিসেবে আমন্ত্রণ গ্রহণ করেছেন, তাঁরা হলেন যথাক্রমে চট্টগ্রাম সিটির প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চতুর্থ মেয়র এম মনজুর আলম, পঞ্চম মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ষষ্ট মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের নাগরিক ও পেশাজীবী সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ মিডিয়া সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটিতে আপনার/আপনাদের /সর্বস্তরের মুক্তমনা সর্বজনীন মানুষ ও চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভক্ত সমর্থকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তির।