আজ পহেলা জানুয়ারী দেশের প্রতিটি স্কুলের মত সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসায়ও বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে, উৎসবের আমেজে নতুন বই বিতরণ উৎসব উদযাপিত হয়, চট্টগ্রামের কর্ণফুলি থানার ডাঙ্গারচরস্থ মাদ্রাসা প্রাঙ্গনে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা- বিশিষ্ট শিক্ষানুরাগী-
ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন-
হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম)।
বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আমার সন্তান আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব শাহ মিডু ।
প্রিন্সিপাল মাওলানা মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও ভাইসপ্রিন্সিপাল মাওলানা তানভিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত বই উৎসবে প্রধান অতিথি নিজ হাতে প্রতিটি ছাত্রছাত্রীর মাঝে বই বিতরণ করেন।
উল্লেখ্য ২০১০ সাল থেকে প্রতি বছর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় সারা দেশে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে।
– বিজ্ঞপ্তি
.