নিউজ ব্যাংক বাংলা :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিধি বহির্ভূত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার জন্য বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান বুধবার এক পত্রে ( স্মারক নং ৩৭.০১.০০০০.১৫২.৯৯.০০১.২১.১)মুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত চলমান কার্যক্রম স্থগিতকরণের এই নির্দেশনা দেন।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম যথাযথভাবে প্রতিপালন না করে বাংলা ও আইন বিভাগের শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে মর্মে কমিশনের নিকট প্রতিয়মান হয়েছে।’
তাই বাংলা ও আইন বিভাগসহ যে সকল বিভাগে শিক্ষক নিয়োগের চলমান কার্যক্রম রয়েছে , সেসকল বিভাগের শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত রেখে জরুরী ভিত্তিতে মঞ্জুরি কমিশনকে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে।
খবর বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রের।
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
সম্প্রতি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক সমাজ এর প্রতিবাদে কর্মসূচিও সম্পাদন করে।
চলমান শিক্ষক নিয়োগ কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্থগিতের বিষয়টি অবগত হয়েছেন বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীও জানিয়েছেন।