টানা চতুর্থবার নিরন্কুশ বিজয়ে আওয়ামী লীগ, বাজিমাত স্বতন্ত্রে, তারকা অনেকের হার

Must Read

দেশজুড়ে অন্তত ৪০ শতাংশ ভোটার উপস্থিতিতে একটি আলোচিত নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ । আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে জনরায় নিয়ে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।‌ রবিবার সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনজন প্রতিমন্ত্রী হেরেছেন। হেরেছেন সংসদের হুইপও।‌ দেশের শীর্ষ রাজনীতিবিদ অনেকের ভরাডুবি হয়েছে ।‌ বাজিমাত হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। বাংলাদেশের অভ্যুদয়ের পরে গত ৫৪ বছরের স্বতন্ত্রপ্রার্থীদের এমন জয়জয়কার আর ঘটেনি।‌

এবারের ঘটনা বহুল ও উদ্বেগময় নির্বাচনে রাজনৈতিক তারকাদের মধ্যে যেমন হেরেছেন অনেকেই,  তেমনি চলচ্চিত্রের তারকা স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি , সঙ্গীতারঙ্গনের তারকা আওয়ামী লীগের প্রার্থী শিল্পী মমতাজ হেরেছেন । কারচুপির অভিযোগ এনে দুপুরেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন সংগীত শিল্পী ডলি সায়ন্তনী। বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে বিপুল বিজয়ে চমকে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার তারকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। …..

 

গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯৮ টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৫ , জাতীয় পার্টি ১১, স্বতন্ত্র প্রার্থীরা ৬১ এবং অন্যান্য ১টি আসনে জয় পেয়েছেন বলে খবর নিশ্চিত হওয়া গেছে ।

মোট ৩০০ আসনের মধ্যে একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল আগেই। বেসরকারিভাবে খবর পাওয়া এই জয়ের ঘোষণা আজ সোমবার সরকারিভাবেই দেয়া হতে পারে। ‌

ভোট উপলক্ষে দিনভর, এমনকি ভোট গ্রহণের পরেও গত গভীর রাত অবধি দেশজুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্যনীয় ছিল।

এবারের ঘটনা বহুল ও উদ্বেগময় নির্বাচনে রাজনৈতিক তারকাদের মধ্যে যেমন হেরেছেন অনেকেই,  তেমনি চলচ্চিত্রের তারকা স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি , সঙ্গীতারঙ্গনের তারকা আওয়ামী লীগের প্রার্থী শিল্পী মমতাজ হেরেছেন । কারচুপির অভিযোগ এনে দুপুরেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন সংগীত শিল্পী ডলি সায়ন্তনী। বিমান প্রতিমন্ত্রীকে হারিয়ে বিপুল বিজয়ে চমকে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার তারকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হেরে গেছেন হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,‌ মহাসচিব তৈমুর আলম খন্দকার ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী সহ আলোচিত কয়েকজন শীর্ষ নেতা।

এদিকে চলতি জাতীয় সংসদের হুইপ ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি শামসুল হক চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা না পেয়ে  স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনিও হেরেছেন।

   সকালে ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, মানুষের ভোটের অধিকার হাতে তুলে দিতে পেরেছি -এটাই মানসিক শান্তি । ভোটের ও ভাতের অধিকারের জন্য আন্দোলন- সংগ্রাম করেছি ।জেল খেটেছি। আজ তাই ভোটের সাফল্যে একটি খুশির দিন।

জ্বালাও পোড়াও ভোট বয়কট করা বিএনপিজামাতকে মানুষই বয়কট করেছে।পুড়িয়ে মানুষ হত্যা সহ জঘন্য কাজগুলো যারা করেছে তারা মানুষের উপর বিশ্বাস রাখে না তারা গণতন্ত্র চায় না।

নির্বাচন ইস্যুতে ভিনদেশীদের মন্তব্যে উদ্বিগ্ন নন বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে এবারের নির্বাচন  বিএনপি সমমনা  রাজনৈতিক দলগুলো বয়কট করলে আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অভ্যন্তর থেকে  বা ইচ্ছুকদের স্বতন্ত্র প্রার্থীতাকে উৎসাহ মূলক বক্তব্য দেন। এতে করে ভোটার উপস্থিতি সংকট আশংকাও কেটেছে এবং দেশ জুড়ে স্বতন্ত্র প্রার্থিতায় নজিরবিহীন ভাবে জয়জয়কার হলো।

স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলীয় প্রতীকের বিরুদ্ধেই ভোটে অংশ নেন।

https://www.facebook.com/reazhyderchy

রিয়াজ হায়দার চৌধুরী

সম্পাদক,
নিউজ ব্যাংক বাংলা এবং
সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

নিউজ ব্যাংক বাংলা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। সমস্ত মামলা প্রত্যাহার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img