কেন হারলেন মঞ্জু, ইনু, বাদশা, রাঙ্গা, কাদের সিদ্দিকী সহ আলোচিত প্রার্থীরা

Must Read

নিউজ ব্যাংক বাংলা ডেস্ক :

হেরে গেছেন হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা,বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী সহ আলোচিত কয়েকজন শীর্ষ নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতির এই তারকাদের হাড়ের কারণ কি? জোট-
মহাজোটের হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের অসহযোগিতা ? মাঠে জন ভিত্তি না থাকা ? নাকি আওয়ামীলীগের বিরুদ্ধে স্বতন্ত্রের আগ্রাসন তাঁদের ভাগ্যবিড়ম্বনায় ফেলেছে ?
এমন নানা প্রশ্নে বিশ্লেষণ চলছে এখন এবারের এই ফলকে ঘিরে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত ৬ প্রার্থীর মধ্যে দুই জন নির্বাচিত হয়েছেন এবার। তাঁরা হলেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (বরিশাল-২) ও জাসদের রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।

উল্লেখযোগ্য শীর্ষ নেতাদের মধ্যে পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেও হেরে গেছেন সাত বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুকুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন ।‌ নৌকা প্রতীকে নির্বাচনও করেন।
অভিযোগ উঠেছে, ১৪ দলীয় জোটের হলেও স্থানীয় আওয়ামী লীগ হাসানুল হক ইনুর পক্ষে কাজ করেনি। এ কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সেখানে বিজয়ী হন। ২৩ হাজার ৩৫৪ হেরে গেছেন ইনু।

তৃণমূল বিএনপির শীর্ষ চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে এবং মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসনে সোনালি আঁশ মার্কায় ভোট করেন । তাঁরাও হেরেছেন। এই দলটির কোনও প্রার্থী জিতেনি।

বিকল্পধারা থেকে গতবারের বিজয়ী এমপি মাহী বি চৌধুরী মুন্সিগঞ্জ থেকে নির্বাচন করেন । হেরে গেছেন তিনিও।
টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) ভোট করেন। পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামানের কাছে রংপুর-১ আসনে হেরে গেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img