নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম ডেস্ক:
শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাংবাদিক গবেষক মুহাম্মদ শামসুল হক তাঁর সর্বশেষ প্রকাশিত দুটি বই উপহার দিয়েছেন।শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় মন্ত্রীকে এই বই উপহার হিসেবে তুলে দেন তিনি।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি এর পর-
‘বঙ্গবন্ধুকে নিবেদিত এই বই দুটি হলো ; নির্বাচিত প্রবন্ধ’ ও ‘রক্ত অনল অশ্রু সজল একাত্তর’ । একই সাথে তিনি সম্পাদিত ‘ইতিহাসের খসড়াও তুলে দেন। এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কাজ করছেন।
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
জামায়াত..শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )
এই গবেষণায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান । চট্টগ্রামের পটিয়ার আল্লাই কাগজি পাড়া গ্রামের এই কৃতী সন্তান ১৯৭৭ সালে অধুনালুপ্ত দৈনিক জমানার মধ্য দিয়ে সাংবাদিকতার শুরু করেন। জাতীয় দৈনিক প্রথম আলোর জন্মলগ্নে যুক্ত হয়ে প্রায় সাড়ে ১৫ বছর পর কাজ করেন তিনি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন এই সহ সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাবেরও সিনিয়র সদস্য। বহুগ্রন্হ প্রণেতা মুহাম্মদ শামসুল হক ২০১৮ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন ‘একুশে স্মারক’ সম্মাননাও পান।