নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম :
বান্দরবানে হন্তারক একটি অবৈধ ‘চাঁদের গাড়ি’র ( স্থানীয়ভাবে পরিচিত পর্যটকবাহী জিপ ) মালিক আদালতে দাঁড়িয়ে গাড়ির জিম্মা নিতে আসেন। আদালত বিস্মিত ও খানিকটা বিরক্ত হন।
রেজিস্ট্রেশনবিহীন অবৈধ গাড়ি মালিকের আবদার না মেনে আদালত এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি তলব করেছেন সংশ্লিষ্ট চাঁদের গাড়ির মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির নেতৃবৃন্দকে ।
বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা এই তলব আদেশ দেন।
আলোচিত চাঁদের গাড়িটিতে করে ২০ জানুয়ারি ঢাকা থেকে ‘ভ্রমণ কন্যা’ নামে একটি ট্যুর গ্রুপের হয়ে কেওক্রাডং ভ্রমণে যান পর্যটকেরা। কেওক্রাডং রাতযাপন করে সকালে বগালেক ও রুমা সদরে ফিরছিলেন তারা। ফেরার পথে ১৩ জনকে বহনকারী এই চান্দের গাড়ি বান্দরবানের রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে দার্জিলিং পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুঠ গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়। অন্তত ১০ জন আহত হন। হতাহত সবাই নারী। তাদের মধ্যে দুই পর্যটক ঘটনাস্থলেই মারা যান। সেই ঘটনায় আহত একজন
নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক ভিডিও এর পর-
ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!
পরবর্তীতে চিকিৎসকীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ।
ঘটনাস্থলে নিহত হন ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪) এবং চমকে মারা যান আছিয়া খাতুন (৬৭) ।
বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম ও মৃত্যু এবং দুর্ঘটনার সংবাদ না জানানো ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অনুমতি প্রদানের অপরাধে দায়ের হয় মামলা।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২/১৫/৯৮ /১০৫ ধারায় বাদী হয়ে দাঁয়ের কৃত মামলাটিতে চাঁদের গাড়ির চালক মিন্টু (৩৫) ও মালিক মালিক বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার দিলীপ কুমার বড়ুয়া (৫৭)কে বিবাদী করা হয়।
উল্লেখ্য, এব্যাপারে দায়েরকৃত মামলা নং ১ (২১/০১/২০২৪) এজাহারে চাঁদের গাড়িটির মালিক দিলীপ কুমার বড়ুয়া বলে জব্দ তালিকায় নাম উল্লেখ নেই । তবে তাতে গাড়িটির মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে উল্লেখ রয়েছে।
অন্যদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( আমলী) আদালতে গাড়িটি জিম্মা নেওয়ার জন্য প্রদত্ত আবেদনে গাড়িটির মূল্য দেখানো হয়েছে দুই লক্ষ ২০ হাজার টাকা । আবেদনে গাড়িটির মালিক দিলিপ কুমার বড়ুয়ার বদলে চেনী বড়ুয়া বাপ্পি , পিতা মাদুলা বড়ুয়া ,’ মধ্যম পাড়া, দক্ষিণ অংশ, বান্দরবান বাজার, বান্দরবান সদর ‘ঠিকানা উল্লেখ রয়েছে। এবং এই আবেদনে চেনী বড়ুয়া গাড়িটি ব্যক্তিগত ব্যবহার করে আসছিলেন বলে দাবি করা হয় ।