নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম- ১ মিরসরাইয়ে আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের এজেন্ট অপহরণের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিকে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে প্রক্রিয়া চলছিল।
রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন সকালে ৮টার আগে মিরসরাই এর ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্রে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেনকে কেন্দ্রে যাবার পথে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা।
নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-
জামায়াত..শিবিরের রাজনীতি, আওয়ামীলীগ ও নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )
অভিযোগ ওঠে তাকে আটকে রাখেন নৌকা মার্কার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের কর্মী ফারুক। অপহৃত এজেন্টকে ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সির বাসভবনের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
গিয়াসউদ্দিন নিজেই তাদের এসব তথ্য পেয়ে খুঁজে বের করেন।
পুলিশ জানায়,
খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় ইউএনও মাহফুজা জেরিন ও স্থানীয় থানার ওসি সহিদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে জানানো হয়। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।