গণতন্ত্র, স্থিতিশীলতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যয়ে রাজনীতি থেকে অব্যাহতি ড. কামাল হোসেনের

Must Read

  নিউজ ব্যাংক বাংলা, ঢাকা :  গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড তথা গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন ড. কামাল হোসেন। নিজের প্রতিষ্ঠিত দলটির জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দলের বিশেষ কাউন্সিলটি হয়।‌ কাউন্সিলে ড. কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‌‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি, জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি। ’ তিনি বলেন, ‘তবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্য মোতাবেক অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতা কর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সবসময়ই থাকবে। ’

নিউজ/লেখাটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি/ভিডিও এর পর-

ঢাকার বাইরের মানুষের অধিকার নিয়ে একটি আলোচিত বক্তৃতা :  

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন । জানতে হলে লিংক চাপুন –

( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ!

     ‘এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে আজ নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। আজকের এই কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আমি আশা করব এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় সচেষ্ট থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার’,- বলেন ড. কামাল হোসেন। #   

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

গভীর রাতে শীতার্তের মাঝে শীতবস্ত্র : অনন্য উদ্যোগে ছাত্রদল

নিউজ ব্যাংক বাংলা‌ :বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, জনাব মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষ থেকে হাটহাজারীর বিভিন্ন স্পটে,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img