নৌকার পক্ষে কাজ করাদের পিকনিক ভন্ডুল, খাবার নষ্ট, ভাংচুর : সাতকানিয়ায় চেয়ারম্যানের কান্ড

Must Read

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া, নিউজ ব্যাংক বাংলা :  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করা কর্মী সমর্থকদের জন্য আয়োজিত পিকনিক পন্ড করে দিয়েছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউপি চেয়ারম্যান। তাঁর নির্দেশে পিকনিকের রান্না করা খাবার মাটিতে ফেলে দিয়ে নষ্ট করা হয়েছে । ভেঙে দেয়া হয়েছে প্যান্ডেল । এমন সব ভয়াবহ অভিযোগ উঠেছে।

গত রোববার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের নির্দেশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য (সাতকানিয়া উপজেলা) আব্দুল আলিম। 

নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ছবি এর পর-

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে রোববার রাতে মধ্যম গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাকানিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ টিটু একটি পিকনিকের আয়োজন করে। এতে আর্থিকভাবে আমারও সহায়তা ছিল। এ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা ছিল। সন্ধ্যার দিকে খাবারের যাবতীয় প্রস্তুতিও  শেষ। এশার নামাজের পর খাওয়ার শুরু হওয়ার কথা ছিল। এর আগে আয়োজনের স্থান থেকে এক’শ গজ দূরে দাঁড়িয়ে থাকা চেয়ারম্যান জসিমের নির্দেশে ও তার ভাই খোরশেদ আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী প্রথমে এসে চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর চালায়। পরে তৈরিকৃত সব খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেয়। পিকনিকে আমন্ত্রিতরা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

নিউজটির বাকি অংশ দেখুন নীচের লিংক/ভিডিও এর পর-

জামায়াত..শিবিরের রাজনীতিআওয়ামীলীগ  নির্বাচন নিয়ে আলোচিত টকশো :
মেজর জেনারেল অব ইব্রাহিম যা বললেন,
জানতে হলে লিংক চাপুন –
( ভালো লাগলে বন্ধুদের জানাতে লাইক ও শেয়ার দিন, প্লিজ ! )

চেয়ারম্যান জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী যারা সাধারণ মানুষকে জিম্মি করে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল, তারাই এ পিকনিকের আয়োজন করেছিল। ক্ষুদ্র সাধারন এলাকাবাসী একত্রিত হয়ে আয়োজন ভন্ডুল  করে দেয়। এতে আমিও আমার ভাই জড়িত নয়। এলাকার খারাপ লোকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আব্দুল আলীম আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। 

চেয়ারম্যান জসিমের অভিযোগের বিষয়ে আবদুল আলিম বলেন, জসিমের সাথীদের মধ্যে মাদকের চলমান মামলার আসামীও রয়েছে, আমাদের নয়। মূলত তার (জসিম) বিরুদ্ধে আওয়ামী লীগ ও স্থানীয় লোকজন একত্রিত হওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, সোনাকানিয়া ইউনিয়নে এ ধরনের ঘটনার বিষয়ে এক ব্যক্তি আমাকে মোবাইল ফোনে জানিয়েছিল। তবে কেউ থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি।  

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী বলেন, বিগত নির্বাচনে পক্ষ-বিপক্ষে থাকাকে কেন্দ্র করে বিভিন্নজন নানাভাবে দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা করে নবনির্বাচিত এমপির কাছে নিজের র‍্যাংক বাড়াতে চান তাদেরকে এধরনের ভাই হন্তারক না হওয়ার বিনীত অনুরোধ করছি। 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

নির্বাচন করবেন না অলি আহমদ

নিউজ ব্যাংক বাংলা : আর নির্বাচন করবেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।নিজের সন্তানকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img