শুধু তুমিই জানো না !
রিয়াজ হায়দার চৌধুরী
রান্না ঘরটা যেন তোমার জন্য হাহাকার করছে।
আমি যে হাহাকার করি রোজ,
তাই রান্না ঘরের হাহাকারটাও খুব টের পাই ।
জানালার পর্দাগুলো রোজ তোমায় দেখতো,
এখন ভীষণ মিস করছে।
তাদের এই মিস করাটা বুঝি,
কেননা আমিও ভীষণ মিস করি।
বিছানার চাদরের মত রোজ
তোমার স্পর্শ পেতে মন চায়,
কেননা তোমাকে আমিও
এই বিছানায় নকশী চাদরে
বরণ করেছিলাম।
আমাদের কত লুকোচুরি এই চাদরে।
চাদর তো সাক্ষী, বিছানাও।
টুথ পেস্ট ও ব্রাশ যেন
এক টিকেটে দুই ছবির মত
সটান দাঁড়িয়ে আছে
ওয়াশ রুমের কিনারায়।
একটি টুথপেস্ট ও পাশাপাশি দুটি ব্রাশ।
আহা, কী যে দারুন চোখোচোখি !
আজ একটি ব্রাশ চরম বিরহে আছে !
আরেকটি সমবেদনায় ।
বুকশেলফ এর বইগুলো,
আ হা, কেমন ছটফট করছে
আজ তোমার পরশ পাবার জন্য !
কত দেশ থেকে আনা কত বিষয়ের
বিচিত্র সব বই একসাথে গোপন কান্নারত !
ওরাও আজ জানে
আমি কেমন অসহায় একাকী নিঃসঙ্গ !
শুধু তুমি জানো না !
০২:১১( ১৮/০৬/২০২৪)
বাসভূমে