নিউজ ব্যাংক বাংলা, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক ধর্মের মুল কথা এক ও অভিন্ন। কোন ধর্মে অশান্তির কথা বলা নেই। গৌতম বুদ্ধ সাম্য, মৈত্রী, করুনা ও অহিংসা কথা প্রচার করেছেন। তাঁর নীতি ও আদর্শ অনুসরণ করলে সমাজে অশান্তি হতে পারেনা। বর্তমান বিশ্বের সকলে বুদ্ধের নীতি প্রতিপালন করলে এত হানাহানি হতনা। ‘
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত শনিবার রাতে উপজেলার মির্জাপুর শান্তি ধাম বিহার ও গৌতমাশ্রম বিহারে প্রবারনা পূর্ণিমার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি “ধর্ম যার যার উৎসব ও রাস্ট্র সবার” বলে উল্লেখ করে বলেন , এদেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সেই স্মরনাতীত কালের, সেই বন্ধনে কোন সময় যাতে চির না ধরে সেজন্য সবাইকে সজাক থাকারও তিনি আহবান জানান।
সভায় আশীর্বাদক হিসেবে ছিলেন গৌতমাশ্রম বিহারে অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের এবং শান্তিধাম বিহারে উপধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি থেরো।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, ওসি মোঃ মনিরুজ্জামান, রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল আলম চৌধুরী, সৈয়দ মনজুরুল আলম, ৩ নং মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, শান্তিধাম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার দীপন কান্তি চৌধুরী, মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া বন্দন ও সুজন বড়ুয়া মামুন, উপজেলা রাজনৈতিক নেতা মোহাম্মদ আলমগীর ও সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, মির্জাপুর ইউ পির মহিলা মেম্বার সাজেদা ইয়াজমিন, ডাঃ মুহাম্মদ শাহ আলম, গুমানমর্দ্দন ইউ পির সাবেক মেম্বার বিন্দু ভূষণ বড়ুয়া, বিভিন্ন রাজনৈতিক দলের ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ফানুস উত্তোলন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।#